TRENDING:

লকডাউনে বিয়ে, বর এল পুলিশের গাড়িতে, অতিথি কারা? শুনলে লাগবে চমক

Last Updated:

লকডাউনের গেরোয় বিশ্বজুড়েই অভিনব সব পদ্ধতিতে বিয়ে সারছেন যুগলরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লকডাউনে অভিনব বিয়ের আসর। সামাজিক দূরত্ব মানতে শুধুমাত্র দুই পুলিশকর্মীর উপস্থিতিতে চার হাত এক হল দিল্লির যুগলের। নববধূকে নিয়ে পুলিশের জিপেই বাড়ি ফিরলেন পাত্র।
advertisement

লকডাউনের গেরোয় বিশ্বজুড়েই অভিনব সব পদ্ধতিতে বিয়ে সারছেন যুগলরা। ভিডিও কল থেকে অনলাইনে রেজিস্ট্রি। সবপথই খোলা ছিল। দিল্লির কুশল ও পূজা বিয়ে সারলেন। তবে একটু অভিনব পদ্ধতিতে। শুধুমাত্র দিল্লি পুলিশের দুই কর্মীর উপস্থিতিতে হল বিয়ের অনুষ্ঠান।

২৫ এপ্রিল উত্তরপ্রদেশের ফরিদাবাদে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও লকডাউনের জেরে সব ভেস্তে যাওয়ার উপক্রম হয়। সেসময়ই পাত্রপক্ষ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পাত্রপক্ষের অনুরোধে দিল্লি পুলিশ সিদ্ধান্ত নেয়, তারা বিয়ের ব্যবস্থা করবে।

advertisement

সেইমত বর ও কনেকে এসকর্ট করে কলকাজির আর্য সমাজ মন্দিরে পৌঁছন দুই পুলিশ কর্মী। মাস্ক পরে সামাজিক দূরত্বের সব বিধি মেনেই হয় বিয়ের অনুষ্ঠান।

পাত্রী নিজেই নিজের হাতে মেহেন্দি লাগান। লকডাউনে কেনাকাটা না করতে পারায় মায়ের বিয়ের শাড়ি পড়েই বিয়ে সারেন পাত্রী পূজা। বিয়ের শেষে দিল্লি পুলিশের তরফে কনেকে দোপাট্টা উপহার দেওয়া হয়। রিটার্ন গিফটও অবশ্য ছিল। বর-কনে দুই পুলিশকর্মীকে মাস্ক ও স্যানিটাইজার উপহার দেন। তবে চমকের আরও বাকি ছিল। অনুষ্ঠান শেষে পুলিশের জিপেই চেপে বর কুশলের সঙ্গে সোজা শ্বশুরবাড়িতে পূজা।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনে বিয়ে, বর এল পুলিশের গাড়িতে, অতিথি কারা? শুনলে লাগবে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল