TRENDING:

করোনা আতঙ্ক এবার পুরসভাতেও ! বন্ধ মিরিক পুরসভা !

Last Updated:

আজ থেকে বন্ধ হয়ে গেল পাহাড়ের মিরিক পুরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: করোনার কাঁটা পুর পরিষেবাতেও! আজ থেকে বন্ধ হয়ে গেল পাহাড়ের মিরিক পুরসভা। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে তৃণমূল পরিচালিত মিরিক পুরসভা। করোনা সতর্কতায় এই সিদ্ধান্ত। কেননা জনসমাগম এড়ানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কর্মী এবং পুরবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্তে পৌঁছতে হয়েছে। জানান মিরিক পুরসভার চেয়ারম্যান লাল বাহাদুর রাই। তবে জরুরী পরিষেবা বিভাগ চালু থাকবে বলে তিনি জানান।
advertisement

মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন চেয়ারম্যান। ৯ ওয়ার্ড বিশিষ্ট মিরিক পুরসভা। চেয়ারম্যান জানান, জঞ্জাল অপসারন, পানীয় জল সরবরাহের মতো জরুরী পরিষেবা স্বাভাবিক থাকবে। পুর কর্মীদের সতর্কতামূলক ব্যবস্থা সরঞ্জাম দেওয়া হবে। বিশেষ করে জঞ্জাল অপসারন বিভাগের কর্মীদের মাস্ক সহ হ্যান্ড গ্লাভস দেওয়া হবে। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এদিন তিনি জানান, পর্যটকদের ভ্রমণে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে জিটিএ। এবারে সাধারন বাসিন্দাদের জন্যেও বন্ধ থাকবে মিরিক লেক। স্থানীয় বাসিন্দাদেরও মিরিক লেকে প্রবেশ করতে দেওয়া হবে না। এর জেরে সাময়িক আর্থিক সংকটের মুখে পড়তে হবে লেককে ঘিরে যাদের রুটি রুজি জোটে। কিন্তু তা মানিয়ে চলতে হবে। কেননা ক্রমেই ছড়াচ্ছে এই মারন নভেল করোনা। সতর্কতা হিসেবে এলাকায় বড় জমায়েত করা যাবে না। এমনকী আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচীও নয়। Covid 19 প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরও যথাযথ ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে চলতে হবে। অযথা আতঙ্ক ছড়ানো যাবে না। মিরিকের অদূরে ভারত-নেপাল সীমান্ত পশুপতি ও সীমানা। তাই বাড়তি সতর্কতা মিরিকেও। যদিও সীমান্তে হেলথ স্ক্রিনিং ক্যাম্প রয়েছে। হেলথ স্ক্রিনিং করেই নেপাল থেকে এপারে আসছে।

advertisement

PARTHA PRATIM SARKAR

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আতঙ্ক এবার পুরসভাতেও ! বন্ধ মিরিক পুরসভা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল