মোবাইল ফোনে তোলা ভিডিও ফুটেজ হেকে স্পষ্ট উত্তরপ্রদেশের রাজধানী লখনউ (Lucknow) থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে উন্নাও (Unnao) জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার তীরে বা নদীর মধ্যে জেগে ওঠা চরার বালিতে পুঁতে দেওয়া হচ্ছে করোনা আক্রান্তের মৃতদেহ! একটি নয়, দুটি জায়গায় চলছে এই ভয়াবহ কর্মযজ্ঞ। প্রথমে এই বিশয়ে প্রশাসনের কোনও হেলদোল না থাকলেও, ভিডিও ভাইরাল হওয়ার পরে নড়েচড়ে বসে প্রশাসন। যদিও দেহগুলি করোনায় মৃতদের কিনা, তা নিয়ে সুস্পষ্ট কোনও তথ্য মেলেনি প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া কাপড়ে মুড়িয়ে স্থানীয় বাসিন্দারা এহ নিয়ে এসে পুঁতে দিচ্ছেন নদীর পারে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর উন্নাওয়ের এক সরকারি উচ্চপদস্থ আধিকারিক বলেন, "যে দুটি ভিডিও সামনে এসেছে তার মধ্যে একটি উন্নাও-সহ তিনটি জেলার সবথেকে বড় শ্মশান। তাছাড়াও যে দেহগুলি সেখানে পুঁতে রাখা হচ্ছে, সেগুলি যে করোনা আক্রান্তের দেহ তার কোনও প্রমাণ নেই।" উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, "অনেকেই আছেন যারা দেহ সৎকার না করে কবর দেন। আমি ঘটনার কথা জানার পরেই দফতরের আধিকারিকদের পাঠিয়েছিলাম। সঠিক তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছি।"