করোনা ভাইরাস নিয়ে মানুষকে সর্তক করার কাজে বলিউডের শাহরুখ খান থেকে অক্ষয় কুমার সকলেই হাত মিলিয়েছেন। নিজেদের মতো করে বার্তা দিয়েছেন। এবার সেই কাজে নিজেকে যোগ করলেন জাভেদ আখতার। তবে তিনি শুধু দেশের সব মানুষকেই নয়, বিশেষত শাহিনবাগ ও জামিয়া-মিলিয়ার ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিলেন। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি হাত জোর করে সকলের কাছে আবেদন করেন এই ভাইরাসের মোকাবিলা করার জন্য। সকলকে সরকারের কথা মানতে বলেন। শাহিনবাগ ও জামিয়া-মিলিয়ায় যারা ধরনায় বসেছেন তাদেরকে তিনি অনুরোধ করে বলেন, " এই সময় আপনারা দয়াকরে ধরনা তুলে নিন। আপনাদের সকলের যা যা দাবি সব নিয়ে পরেও আলোচনা করা যেতে পারে। কিন্তু এখন সব থেকে বেশি জরুরি করোনা ভাইরাসকে ছড়ানো থেকে আটকানো। আর তারজন্য দরকার জমায়েত বন্ধ করা। আপনারা দয়া করে এই সময়টায় ধরনা তুলে নিন। সরকারের কথা শুনুন। করোনা ভাইরাস থেকে আগে নিজেদের এবং দেশকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য।"
advertisement