TRENDING:

প্রাণীদেহে Covaxin-এর ট্রায়াল সফল ! পরীক্ষা শেষে দাবি ভারত বায়োটেকের

Last Updated:

নিয়ম অনুযায়ী হিউম্যান ট্রায়ালের পাশাপাশি প্রাণীদের শরীরেও এই ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করেছিল ভারত বায়োটেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতে তৈরি ভ্যাকসিন, সফলতার পথে আরও একধাপ এগোলো। কো ভ্যাকসিনের অ্যানিম্যাল ট্রায়াল সফল হয়েছে বলে ঘোষণা ভারত বায়োটেকের। সংস্থার দাবি প্রাণীদেহে পরীক্ষা সফল।
advertisement

অ্যানিম্যাল ট্রায়ালের ক্লিনিকাল রিপোর্ট প্রকাশ করে বায়োটেক জানিয়েছে, প্রাণিদেহে কোভিড-19 রুখতে সফল এই ভ্যাকসিন। জোরদার প্রতিরোধ ক্ষমতাও তৈরি করেছে কো ভ্যাকসিন। প্রাণীদেহে কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। কো ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। তার আগে অ্যানিমাল ট্রায়াল সফল হওয়ায়, ভ্যাকসিনের চূড়ান্ত সফলতা নিয়ে আশাবাদী ভারত বায়োটেক।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিয়ম অনুযায়ী হিউম্যান ট্রায়ালের পাশাপাশি প্রাণীদের শরীরেও এই ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করেছিল ভারত বায়োটেক। মোট ২০টি রেসাস প্রজাতির বাঁদরকে চার ভাগে ভাগ করে এই টিকার একাধিক ডোজ দেওয়া হয়েছিল। একটি দলকে প্ল্যাসেবো সাপোর্টে রাখা হয়, অন্য তিনটি দলকে তিনটি ভিন্ন ডোজে প্রথম থেকে ১৪ দিনের ব্যবধানে টিকা দেওয়া হয়। টিকার ডোজ দেওয়ার তিন সপ্তাহের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ডিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় বাঁদরদের শরীরে। ভারত বায়োটেকের দাবি, তাঁদের সেই ট্রায়াল সফল হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
প্রাণীদেহে Covaxin-এর ট্রায়াল সফল ! পরীক্ষা শেষে দাবি ভারত বায়োটেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল