TRENDING:

ব্রিটেন থেকে দিল্লি! ২৫৬ জন যাত্রীকে নিয়ে ফিরল প্রথম বিমান, আতঙ্কে দেশবাসী

Last Updated:

শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ২৫৬ জন যাত্রী নিয়ে ব্রিটেন থেকে দিল্লিতে ফিরছে প্রথম বিমানটি। সেই নিয়েই উঠেছে বিতর্কের ঝড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার নয়া স্ট্রেন নিয়ে ব্রিটেনের অবস্থা খুবই শোচনীয়। যার দরুন ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করেছিল ভারত সহ আরও কয়েকটি দেশ। তবে সপ্তাহখানেক পর আন্তর্জাতিক বিমান চলাচলে দু’টি দেশের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরেই আজ শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান প্রথম বার ২৫৬ জন যাত্রী নিয়ে ব্রিটেন থেকে ফিরেছে দিল্লিতে। সেই নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। বহু দিন পর এ দেশে করোনার দৈনিক সংক্রমণ আগের তুলনায় নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সুতরাং কী করে এরকম একটি সিদ্ধন্ত নিয়েছেন মোদি সরকার, সেই দিকে আঙুল তুলছে বিরোধী দল।
advertisement

বিশ্বের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন প্রজাতি নিয়ে ব্রিটেনের নাজেহাল অবস্থা। নতুন ভাবে সংক্রমণ রুখতে ৪০টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল। কারণ গবেষকদের দাবি করোনার নতুন স্ট্রেন মিউটেশনের ফলে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আগের তুলনায় এর সংক্রমণের ক্ষমতা ৭০ শতাংশ বেশি।

মোদি সরকারের এই সিদ্ধান্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, "ব্রিটেনের বিমান চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়েছে কেন্দ্র। ব্রিটেনের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রের কাছে আমার অনুরোধ, ওই নিষেধাজ্ঞা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হোক"।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের মাধ্যমে লন্ডনের হিথ্‌রো বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫৬ যাত্রী এসেছেন। এখন থেকে প্রত্যেক সপ্তাহে মোট ৩০টি বিমান উভয় দেশের মধ্যে চলচল করবে। তার মধ্যে ১৫টি বিমান ভারতের এবং ১৫টি ব্রিটেনের। ২৩ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। অবশ্য প্রত্যেক যাত্রীকেই কোভিড প্রোটকল মেনে চলতে হবে। ওই দেশ থেকে বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। নেগেটিভ এলে রিপোর্ট, তবেই উড়ানের অনুমতি পাওয়া যাবে। এমনকী দেশে ফিরে ওই রিপোর্ট দেখাতে হবে এবং ১৪ দিন কোয়ার‍্যান্টাইনে থাকা বাধ্যতামূলক।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ব্রিটেন থেকে দিল্লি! ২৫৬ জন যাত্রীকে নিয়ে ফিরল প্রথম বিমান, আতঙ্কে দেশবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল