TRENDING:

অবশেষে অনশন প্রত্যাহার! কলকাতা মেডিক্যাল কলেজে ভোট ২২ তারিখেই

Last Updated:

ছাত্রদের আরও দাবি, নির্বাচনের জন্য বারংবার জানানো হলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। তাই এই সিদ্ধান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে ১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার করল ডাক্তারি পড়ুয়ারা। নিজেদের দায়িত্বে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়ার পরই, অনশন প্রত্যাহার হয়। এদিন এক নাগরিক মিছিলের শেষে অনশনকারী ছাত্রদের ফলের রস খাইয়ে অনশন তোলেন বিনায়ক সেন। মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ব নির্ধারিত ২২ তারিখেই নির্বাচন করবে ছাত্ররা। সোমবার থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের চারজন বিশিষ্ট নাগরিকের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে বলে জানিয়েছে পড়ুয়ারা। বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্রের তত্ত্বাবধানে এই নির্বাচন সংগঠিত হবে।
advertisement

৪টি বর্ষের আড়াইশো জন করে মোট ১০০০ জন ভোটার। প্রার্থী ২০ জন।আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ছাত্ররা এই মেডিক্যাল কলেজের ফাঁড়ি এবং বউবাজার থানায় লিখিত আকারে নির্বাচনের বিষয়ে জানাবে। কলেজ কর্তৃপক্ষকে মেল করে এবং লিখিত আকারে ২২ তারিখ নির্বাচনের বিষয়টি  ছাত্রদের তরফে জানানোর কথা।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ছাত্রদের আরও দাবি, নির্বাচনের জন্য বারংবার জানানো হলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। তাই এই সিদ্ধান্ত। ১৯২৮ সালে একই কায়দায় নির্বাচন হয়েছিল। সেই ছাত্র সংসদ ১৯৪৮ সাল পর্যন্ত ছিল। সেই একই কায়দায় নির্বাচন করতে চলেছে মেডিক্যাল কলেজের ছাত্ররা।  কলেজের যে কোন পড়ুয়া এই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কোচবিহার/
অবশেষে অনশন প্রত্যাহার! কলকাতা মেডিক্যাল কলেজে ভোট ২২ তারিখেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল