TRENDING:

কুকুরের উপর নৃশংস অত্যাচার, মেরে তন্ত্রসাধনার অভিযোগ উঠল ডানকুনিতে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: বেঙ্গালুরুর পর বাংলা ৷ রাস্তার কুকুর ধরে ঘরে এনে নৃশংস অত্যাচার এবং তন্ত্র সাধনার অভিযোগ উঠল খাস বাংলায় ৷ হুগলির ডানকুনি হাউজিংয়ের বাসিন্দা এক বছর ৩৪-এর যুবকের বিরুদ্ধে কুকুর নিয়ে তন্ত্রসাধনার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই অভিযোগে অভিযুক্তকে প্রবল মারধরও করা হয় ৷ অভিযুক্তের নাম দীপ আচার্য ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই পলাতক যুবক ৷
advertisement

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই আবাসনের ফ্ল্যাটে ওই যুবক সন্দেহজনক কার্যকলাপ চালাতেন বলে সন্দেহ প্রতিবেশীদের ৷ শনিবার একটি কুকুরছানাকে দীপের ফ্ল্যাটের বারান্দায় শূন্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ নিরীহ অবলা প্রাণীর উপর এমন অত্যাচারের প্রবল প্রতিবাদ জানায় প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থায় ৷

এরপর প্রতিবেশী ও পশুপ্রেমী সংস্থার সদস্যরা দীপের বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, কুকুরটিকে স্নান করিয়ে শুকোনোর জন্য বারান্দায় ঝুলিয়ে রেখেছিলেন তিনি ৷ এমন জবাব পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন বাকিরা ৷ দীপের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ গড়ায় হাতাহাতিতে ৷ খবর যায় পুলিশে ৷ ডানকুনি থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে ৷

advertisement

আরও পড়ুন 

পরিষেবা আর সস্তায় নয়, এই ট্রেনের টিকিটেরও দাম বাড়াচ্ছে রেল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক মানসিকভাবে অপ্রকৃতস্থ ৷ পলাতক অভিযুক্তের খোঁজ করছে পুলিশ ৷ যুবককে ধরা না গেলেও আক্রান্ত কুকুর ছানাটিকে উদ্ধার করেছেন স্থানীয়রা ৷ কুকুর ছানাটির উপর নৃশংস অত্যাচারের ক্যামেরা বন্দি ছবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই আবাসনে বসেই তন্ত্রসাধনা করতেন ওই যুবক ৷ তাদের সন্দেহ, এর আগেও কুকুর মেরে তন্ত্রসাধনার ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, দীপের ফ্ল্যাটের একটি ঘরে তন্ত্রসাধনার সামগ্রী হিসেবে কাটারি, সিঁদুর ও মোমবাতি পাওয়া গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুকুরের উপর নৃশংস অত্যাচার, মেরে তন্ত্রসাধনার অভিযোগ উঠল ডানকুনিতে