TRENDING:

চারকোল কারখানার আড়ালে নওদায় চিনাদের নিষিদ্ধ মাদকের কারবার

Last Updated:

চিৎপুর থেকে চিনা মাদক কারবারিদের গ্রেফতার করার পর কেঁচো খুঁড়তে কেউটে। মুর্শিদাবাদের নওদায় চিনা মাদক কারবারিদের ডেরায় অভিযান সিআইডির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: চিৎপুর থেকে চিনা মাদক কারবারিদের গ্রেফতার করার পর কেঁচো খুঁড়তে কেউটে। মুর্শিদাবাদের নওদায় চিনা মাদক কারবারিদের ডেরায় অভিযান সিআইডির। নামেই চারকোল তৈরির কারখানা। তার জায়গায় কিভাবে চলত মাদক তৈরির কাজ? কীভাবে এখানেই ঘাঁটি গেড়ে ছিল চিনা মাদক কারবারিরা? স্পষ্ট হল নিউজ18 বাংলার অন্তর্তদন্তে।
advertisement

আরও পড়ুন: সকাল থেকে সন্ধে অফিস টাইমে ওলা-উবরে নেওয়া যাবে না সার্জ চার্জ

৫ চিনা নাগরিককে নিয়ে নওদার ১৫ বিঘা জমিতে তল্লাশি সিআইডির।

নওদার মধুপুরে পাঁচিল দিয়ে ঘেরা জমি। গেটের বাইরে লেখা বিচারক। তা দেখেই কেউ আর ভিতরে ঢোকার সাহস পেত না। ভিতরে ঝাঁ-চকচকে ঘর। তিনটি ঘরের দুপাশে দুটো রান্নাঘর। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চলেও তিন ঘরেই এসি ও এক্সজস্ট বসানো। কোনও জানলা নেই। অর্থাৎ ঘরে কী হচ্ছে, তা বাইরে থেকে ধরা পড়ার কোনও সম্ভাবনাই নেই। এই ঘরেই বেশ কিছুদিন ধরে থাকছিল চিনা মাদক কারবারিরা।

advertisement

আরও পড়ুন: মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ কর্মীদের নিয়োগ নিয়ে বিতর্ক

আগে ছিল ইট তৈরির কারখানা। ৪ বছর আগে পাটকাঠি থেকে চারকোল তৈরির কাজ শুরু হয়। তার অনেক পরে চিনা মাদক কারবারিদের জাল বিছানো শুরু। মাদক চক্রের রহস্যভেদে কারখানা চত্বরে আড়াই ঘণ্টা ধরে তল্লাশি সিআইডির।

আরও পড়ুন: ৫৫০০ নার্সিং স্টাফ নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

advertisement

কীভাবে তৈরি হত মাদক? তাও অনেকটাই স্পষ্ট হয়েছে। এজন্য বিদেশ থেকে আনা হয় গ্রাইন্ডার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আন্তর্জাতিক সন্ত্রাসের অন্যতম মাধ্যম এখন মাদক। ভারত নিয়েও একই কৌশল ছিল চিনাদের? আরও কোথায় ছড়িয়ে মাদক চক্রের জাল? জানার অপেক্ষায় সিআইডি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চারকোল কারখানার আড়ালে নওদায় চিনাদের নিষিদ্ধ মাদকের কারবার