আরও পড়ুন: সকাল থেকে সন্ধে অফিস টাইমে ওলা-উবরে নেওয়া যাবে না সার্জ চার্জ
৫ চিনা নাগরিককে নিয়ে নওদার ১৫ বিঘা জমিতে তল্লাশি সিআইডির।
নওদার মধুপুরে পাঁচিল দিয়ে ঘেরা জমি। গেটের বাইরে লেখা বিচারক। তা দেখেই কেউ আর ভিতরে ঢোকার সাহস পেত না। ভিতরে ঝাঁ-চকচকে ঘর। তিনটি ঘরের দুপাশে দুটো রান্নাঘর। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চলেও তিন ঘরেই এসি ও এক্সজস্ট বসানো। কোনও জানলা নেই। অর্থাৎ ঘরে কী হচ্ছে, তা বাইরে থেকে ধরা পড়ার কোনও সম্ভাবনাই নেই। এই ঘরেই বেশ কিছুদিন ধরে থাকছিল চিনা মাদক কারবারিরা।
advertisement
আরও পড়ুন: মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ কর্মীদের নিয়োগ নিয়ে বিতর্ক
আগে ছিল ইট তৈরির কারখানা। ৪ বছর আগে পাটকাঠি থেকে চারকোল তৈরির কাজ শুরু হয়। তার অনেক পরে চিনা মাদক কারবারিদের জাল বিছানো শুরু। মাদক চক্রের রহস্যভেদে কারখানা চত্বরে আড়াই ঘণ্টা ধরে তল্লাশি সিআইডির।
আরও পড়ুন: ৫৫০০ নার্সিং স্টাফ নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার
কীভাবে তৈরি হত মাদক? তাও অনেকটাই স্পষ্ট হয়েছে। এজন্য বিদেশ থেকে আনা হয় গ্রাইন্ডার।
আন্তর্জাতিক সন্ত্রাসের অন্যতম মাধ্যম এখন মাদক। ভারত নিয়েও একই কৌশল ছিল চিনাদের? আরও কোথায় ছড়িয়ে মাদক চক্রের জাল? জানার অপেক্ষায় সিআইডি।