TRENDING:

৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভার ৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন ৷ ভোটের লড়াইয়ে মুখোমুখি তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, বিজেপি প্রার্থী জীবনকুমার সেন, কংগ্রেস প্রার্থী অনিমেষ ভট্টাচার্য এবং সিপিআই প্রার্থী শিশির দত্ত ৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৩টে পর্যন্ত।
advertisement

রবিবারের উপনির্বাচনের আগে হাইকোর্টের রায়ে বাড়তি অক্সিজেন পেলেন ফিরহাদ হাকিম ৷ কাউন্সিলার না হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানোর জন্য পুর আইনে সংশোধনী এনেছিল রাজ্য সরকার ৷ সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার বিলকিস বেগম ৷ সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট রায় দেয়, পুর-আইনে রাজ্যের আনা সংশোধনীর সঙ্গে সাংবিধানিক কোনও বিরোধ নেই। তাই আদালত সেখানে হস্তক্ষেপ করবে না।

advertisement

আরও পড়ুন:  তাপমাত্রা বাড়লেও কলকাতায় বজায় শীতের আমেজ

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল পর্যন্ত চলে প্রচারপর্ব ৷ তৃণমূলপ্রার্থী তথা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ ৷ ফিরহাদ হাকিমের পাশাপাশি ওয়ার্ডে রোড শো করে নির্বাচনী প্রচার সারেন সিপিআই প্রার্থী শিশির দত্ত এবং বিজেপি প্রার্থী জীবনকুমার সেনও ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম