রবিবারের উপনির্বাচনের আগে হাইকোর্টের রায়ে বাড়তি অক্সিজেন পেলেন ফিরহাদ হাকিম ৷ কাউন্সিলার না হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানোর জন্য পুর আইনে সংশোধনী এনেছিল রাজ্য সরকার ৷ সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার বিলকিস বেগম ৷ সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট রায় দেয়, পুর-আইনে রাজ্যের আনা সংশোধনীর সঙ্গে সাংবিধানিক কোনও বিরোধ নেই। তাই আদালত সেখানে হস্তক্ষেপ করবে না।
advertisement
আরও পড়ুন: তাপমাত্রা বাড়লেও কলকাতায় বজায় শীতের আমেজ
উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল পর্যন্ত চলে প্রচারপর্ব ৷ তৃণমূলপ্রার্থী তথা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ ৷ ফিরহাদ হাকিমের পাশাপাশি ওয়ার্ডে রোড শো করে নির্বাচনী প্রচার সারেন সিপিআই প্রার্থী শিশির দত্ত এবং বিজেপি প্রার্থী জীবনকুমার সেনও ৷