আরও পড়ুন: দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ, বিজেপির ডাকে বনধে সুনসান বলরামপুর
পাশাপাশি, পঞ্চায়েত ভোটের মতো ওই কেন্দ্রে দ্বিতীয় স্থান দখলের টার্গেট বিজেপিরও। ওই কেন্দ্রে ভোট পড়ে ৭০.১ শতাংশ। আজ ফল ঘোষণা হতে চলেছে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা ও নুরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। ফল বেরোবে মহারাষ্ট্রের পালগড়, ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা কেন্দ্রেরও। প্রত্যেকটি এলাকাতেই ভোটের সময় ইভিএম বিভ্রাট নিয়ে বিতর্ক দেখা দেয়।
advertisement
আরও পড়ুন: জোড়া সুখবর ! চলতি বছরেই বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন
কর্নাটকে ধাক্কার পর, ২০১৯-এর আগে আজ উত্তরপ্রদেশের কৈরানায় বিজেপির প্রেসটিজ ফাইট। আজ ১০ রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা । নজরে উত্তর প্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্র ও নূরপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির সামনে এসপি-বিএসপি-আরএলডি জোটের চ্যালেঞ্জ।এর আগে উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুর কেন্দ্র দুটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় এসপি-বিএসপি জোট। এই সেই বিরোধী জোটে সামিল অজিত সিংয়ের দল আরএলডি। কৈরানার আরএলডি প্রার্থী তবসুম হাসান। ২০১৪-য় কৈরানা লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী হুকুম সিং। তাঁর মৃত্যুতে এখানে উপনির্বাচন চলছে।বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন হুকুম সিংয়ের মেয়ে মৃগঙ্কা সিং।