TRENDING:

১০ রাজ্যে আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

Last Updated:

কর্ণাটকে ধাক্কার পর আজ উত্তরপ্রদেশের কৈরানায় বিজেপির বড় পরীক্ষা। ১০ রাজ্যে আজ ৪টি লোকসভা কেন্দ্রে ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৈরানা: কর্নাটকে ধাক্কার পর, ২০১৯-এর আগে আজ উত্তরপ্রদেশের কৈরানায় বিজেপির প্রেসটিজ ফাইট। আজ ১০ রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নজরে উত্তর প্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্র ও নূরপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির সামনে এসপি-বিএসপি-আরএলডি জোটের চ্যালেঞ্জ।এর আগে উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুর কেন্দ্র দুটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় এসপি-বিএসপি জোট। এই সেই বিরোধী জোটে সামিল অজিত সিংয়ের দল আরএলডি। কৈরানার আরএলডি প্রার্থী তবসুম হাসান। ২০১৪-য় কৈরানা লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী হুকুম সিং। তাঁর মৃত্যুতে এখানে উপনির্বাচন চলছে।বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন হুকুম সিংয়ের মেয়ে মৃগঙ্কা সিং।
advertisement

আরও পড়ুন: মহেশতলায় উপনির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

উপনির্বাচনের ঠিক আগের দিন কৈরানা লাগোয়া বাগপতে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন মঞ্চকেই ভোটপ্রচারের মঞ্চ বানিয়ে ফেললেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠান-মঞ্চ থেকেই তুমুল আক্রমণ করলেন কংগ্রেসকে। জবাব দিতে দেরি করেনি কংগ্রেসও।

আরও পড়ুন: কমবে কি পেট্রোপণ্যের দাম? মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বৈঠক

বাগপতের লাগোয়া কৈরানা লোকসভা কেন্দ্রে সোমবার উপনির্বাচন। কংগ্রেসের দাবি, ইচ্ছে করেই ভোটের ঠিক আগের দিন, পাশের জেলায় সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যাতে এই মঞ্চকে ঘুরপথে ভোটপ্রচারের মঞ্চ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও যেন তারই প্রতিফলন। সরকার অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নিশানা করলেন কংগ্রসকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৈরানায় সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি-কংগ্রেস একযোগে সমর্থন করছে আরএলডি প্রার্থীকে। এই মহাজোটে কি রক্তচাপ বেড়েছে বিজেপির? তাই কি উপনির্বাচনের প্রচারে ঘুরপথে নামলেন প্রধানমন্ত্রীও?

বাংলা খবর/ খবর/দেশ/
১০ রাজ্যে আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন