জানা গিয়েছে, এই ভাগ্যবান হলেন বিহারের আরা জেলার বাসিন্দা রাহুল কেশরী। আরার আবেরপুল এলাকায় তাঁর বাড়ি। কিছুদিন আগেই তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকেই লটারির টিকিট কিনেছিলেন তিনি। ঘোরাঘুরি শেষ করে আরা ফিরে এসেই জানতে পারেন তাঁর ভাগ্য ফিরে গিয়েছে। তাঁর লটারি টিকিটের নম্বরই জয়ী হয়েছে, জিতেছে এক কোটি টাকা।
আরও পড়ুন: Pan-Aadhaar লিঙ্ক করাতে কত টাকা জরিমানা গুনতে হবে? রইল সেই ফি প্রদানের সহজ উপায়ও!
advertisement
আরার বাসিন্দা এই যুবকের এক কোটি টাকার লটারি জেতায় সর্বত্রই শুরু হয়েছে আলোচনা। এলাকায় সকলের মুখে মুখে একই কথা। রাহুলের ভাগ্যের কথা নিয়েই মেতে রয়েছেন সকলে। কেশরী পরিবারেও শুরু হয়েছে উৎসবের আমেজ।
আসলে এই লটারির টিকিটটি নাগাল্যান্ডের। নাগাল্যান্ড সরকারের ডিরেক্টরেট অফ স্টেট লটারি নাগাল্যান্ড কোহিমা কোম্পানি তরফ থেকে এই লটারির টিকিট জারি করা হয়েছিল। কলকাতায় যাওয়ার সময়ই রাহুল এই লটারির টিকিটটি কিনেছিলেন রাস্তার ধারের এক বিক্রেতার কাছ থেকে। রাহুলের নম্বর ছিল 82D16928।
আরও পড়ুন: ক্রেডিট কার্ড থেকে LPG, আগামী ১ জুলাই থেকে হতে পারে বড়সড় বদল! প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে!
এই নম্বরটিই প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। যার আর্থিক মূল্য ছিল এক কোটি টাকা। কিন্তু টাকা আনার জন্য রাহুকে যেতে হবে নাগাল্যান্ড। লটারির পরই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাহুলকে কোহিমায় ডেকে পাঠানো হয়েছে। সেখানে নথি যাচাই করে, যাবতীয় আনুষ্ঠানিক কাজ শেষ করার পরে রাহুলের হাতে তুলে দেওয়া হবে ৬৫ লক্ষ টাকা। বাকিটা কেটে নেওয়া হবে আয়কর হিসেবে।
৬৫ লক্ষ টাকাও কম কিছু নয়। একরাতে এত টাকা হাতে আসতে পারে ভাবেননি রাহুল। এমনকী টাকা হাতে পেয়ে কী করবেন, তাও কিছু ভেবে উঠতে পারেননি। রাহুল বলেন, ‘নথিপত্র নিয়ে আমাকে নাগাল্যান্ড যেতে হবে। প্রমাণপত্র দাখিল করার পর টিডিএস কেটে টাকা দেওয়া হবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই টাকা দিয়ে কী করব, এখনও ভাবিনি। আগে তো হাতে আসুক টাকাটা, তার পর ভাবব।’