ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (BOI) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্কের এই স্কিমে তিন ধরনের স্যালারি অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয় ৷ এই স্কিমটি বিশেষ ভাবে প্যারা মিলিটারি ফোর্স, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীরা, ইউনিভার্সিটি, কলেজ ও পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কর্মচারীদের জন্য রয়েছে ৷ এই স্কিম অনুযায়ী ৩০ লক্ষ টাকার গ্রুপ পার্সোনাল ডেথ ইনস্যুরেন্সের সুবিধা দেওয়া হচ্ছে ৷ এছাড়া স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ১ কোটি টাকার ফ্রি এয়ার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দেওয়া হয় ৷
advertisement
জেনে নিন অ্যাকাউন্টের অন্যান্য বেনিফিট
- BOI-এর এই স্কিমে গ্রাহকরা পেয়ে যাবেন ২ লক্ষ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট ফেসিলিটি
- ওভারড্রাফ্টের সুবিধা অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও ২ লক্ষ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন
- ক্যাশ ৫০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং ১ লক্ষ টাকার পিওএস সীমার পাশাপাশি পেয়ে যাবেন প্ল্যাটিনাম ডেবিট কার্ড বিনামূল্যে
- প্রতি বছর গ্রাহকদের ১০০ পাতার চেক বুক বিনামূল্যে দেওয়া হবে
- পাশাপাশি ডিম্যাট অ্যাকাউন্টে AMC চার্জ লাগবে না
- হোম ও কার লোনে মিলবে বিশেষ ছাড়
- BOI স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ফ্রিতে গোল্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড (Gold International Credit Card) দেওয়া হবে
বেসরকারি সংস্থার কর্মীদের জন্যেও রয়েছে বিশেষ সুবিধা
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্যালারি অ্যাকাউন্টের সুবিধা বেসরকারি সংস্থার কর্মচারীরাও নিতে পারবেন ৷ ১০,০০০ টাকা মাসে আয় করেন এমন ব্যক্তিরাও এই স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এখানে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ৫ লক্ষ টাকার গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ডেথ ইনস্যুরেন্স কভার দেওয়া হয় ৷ এখানে সকলকে ফ্রি গ্লোবাল ডেবিট কাম এটিএম কার্ড দেওয়া হয় ৷