আপনার কাছে ১,২.৫,১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার কোনও নোট আছে যাতে ‘৭৮৬’ নম্বর রয়েছে৷ যদি আপনি এই টাকা পেয়ে যান তাহলে মনে করবেন কোনও লটারি জিতে গেছেন৷ আসলে এই ‘৭৮৬’ নম্বর ইসলাম ধর্ম অনুযায়ি অত্যন্ত পবিত্র৷ ভারত ও পাকিস্তান দুই দেশের মুসলিমরাই মনে করেন কোরানের বিবরণ অনুযায়ি ‘‘বিসমিল্লাহ আল-রহমান-আল-রহিম’’ -র সংখ্যাতত্ত্বে তারই প্রকাশ৷ এই নম্বর আল্লাহ-র রূপক হিসেবে ধরা হয়৷ আপনার এই নোট যদি থাকে তাহলে ই বে- (Ebay) ওয়েবসাইটে বিক্রি করতে পারেন৷
advertisement
এই ওয়েবসাইটে আপনার কাছে থাকা ওই বিশেষ নম্বরের নোটের নিলাম হয়৷ এতে যে কেউ অংশ নিতে পারেন৷ ৭৮৬নম্বর নোটেরও নিলাম হয়৷ এই রকম সংখ্যার নোটে খুব সহজেই তিন লক্ষ টাকা পাওয়া সম্ভব৷ আসলে বহু মানুষ এই নোটকে খুব শুভ মান্য করেন৷ আর তাই এই বিশেষ নোট নিজের কাছে রাখার জন্য অনেক টাকা দিতেও পিছপা হন না৷
জানুন কেমন করে হবে বিক্রি
স্টেপ ১- সবচেয়ে আগে www.ebay.com তে লগ অন করুন৷
স্টেপ ২- হোমপেজে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজেকে একজন বিক্রেতা হিসেবে রেজিস্ট্রার করুন৷
স্টেপ ৩- নিজের নোটের একটা পরিষ্কার ছবি তুলুন, তারপর এই প্ল্যাটফর্মে সেই ছবি আপলোড করে দিন৷ এরপর ইবে সেই ছবি তাদের নোট ও পয়সা কেনার গ্রাহকদের জায়গায় সেই ছবি দেখাবে যাতে সেটি বিক্রি হতে পারে৷
স্টেপ ৪- নোট কিনতে ইচ্ছুক ব্যক্তিরা বিজ্ঞাপন দেখার পর আপনার সঙ্গে যোগাযোগ করবেন৷ তাঁর সঙ্গে সব ঠিক হলে আপনি নিজের নোট বিক্রি করতে পারবেন৷
(ডিসক্লেমার- এই খবর নিউজ ওয়েবসাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে বানানো, নিউজ ১৮ বাংলা নিজের পক্ষ থেকে এই খবরের কোনও দায়িত্ব নেবে না৷ )