TRENDING:

PNB E-Auction : সস্তায় সম্পত্তি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির পিএনবি

Last Updated:

এই নিলামিতে যে কোনও ব্যক্তি অংশ নিতে পারবেন ৷ ২৫ অগাস্ট নিলামি হবে বলে জানানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সস্তায় বাড়ি ও জমি কেনার পরিকল্পনা থাকলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে এল দুর্দান্ত সুযোগ ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ই-অকশনের মাধ্যমে হাউজিং, রেসিডেন্সিয়াল ও কর্মাশিয়াল প্রপার্টির নিলাম করতে চলেছে ৷ এই নিলামিতে যে কোনও ব্যক্তি অংশ নিতে পারবেন ৷ ২৫ অগাস্ট নিলামি হবে বলে জানানো হয়েছে ৷
advertisement

পিএনবি সেই সমস্ত প্রপার্টির নিলামির (Property Auction) করতে চলেছে যেগুলি বন্দক রেখে গ্রাহকরা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন এবং সেগুলি ফেরত দিতে পারেননি ৷ লোন শোধ করতে না পারায় ব্যাঙ্ক সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামিতে বিক্রি করে টাকা তুলতে চলেছে ৷ সম্পত্তির মালিকানার ব্যাঙ্কের কাছে থাকায় তাদের কাছে নিলাম করার অধিকার রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড নাকি স্টক! কোনটা আপনার জন্য আদর্শ, জেনে নিন বিশেষজ্ঞদের মত

ই-অকশনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ই-বিক্রি পোর্টালে ibapi.in যেতে হবে ৷ এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেল আইডি থেকে ই-নিলামি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ “Pay Pre-Bid EMD” এ ক্লিক করে এনইএফটি অপশনে গিয়ে চালান জেনারেট করতে হবে ৷ এরপর এনইএফটি পেমেন্ট করার জন্য ব্যাঙ্কে যেতে হবে ৷ অনলাইনে রেজিস্ট্রেশন করানো যেতে পারে ৷ এরপর নিলামি ভাগ নিয়ে সস্তায় অর্থাৎ বাজারে থেকে কম দামে সহজেই সম্পত্তি কিনতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: অ্যাকটিভ না প্যাসিভ! জানেন, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নিলামিতে অংশ নেওয়ার জন্য কেওয়াইসি করাতে হবে ৷ কেওয়াইসি-র জন্য প্যান কার্ড বা ফর্ম ১৬ ও ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো অ্যাড্রেস প্রুফ জমা করতে হবে ৷ এছাড়া মানরেগা জব কার্ডকেও ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB E-Auction : সস্তায় সম্পত্তি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির পিএনবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল