পিএনবি সেই সমস্ত প্রপার্টির নিলামির (Property Auction) করতে চলেছে যেগুলি বন্দক রেখে গ্রাহকরা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন এবং সেগুলি ফেরত দিতে পারেননি ৷ লোন শোধ করতে না পারায় ব্যাঙ্ক সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামিতে বিক্রি করে টাকা তুলতে চলেছে ৷ সম্পত্তির মালিকানার ব্যাঙ্কের কাছে থাকায় তাদের কাছে নিলাম করার অধিকার রয়েছে ৷
advertisement
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড নাকি স্টক! কোনটা আপনার জন্য আদর্শ, জেনে নিন বিশেষজ্ঞদের মত
ই-অকশনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ই-বিক্রি পোর্টালে ibapi.in যেতে হবে ৷ এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেল আইডি থেকে ই-নিলামি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ “Pay Pre-Bid EMD” এ ক্লিক করে এনইএফটি অপশনে গিয়ে চালান জেনারেট করতে হবে ৷ এরপর এনইএফটি পেমেন্ট করার জন্য ব্যাঙ্কে যেতে হবে ৷ অনলাইনে রেজিস্ট্রেশন করানো যেতে পারে ৷ এরপর নিলামি ভাগ নিয়ে সস্তায় অর্থাৎ বাজারে থেকে কম দামে সহজেই সম্পত্তি কিনতে পারবেন ৷
আরও পড়ুন: অ্যাকটিভ না প্যাসিভ! জানেন, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক
নিলামিতে অংশ নেওয়ার জন্য কেওয়াইসি করাতে হবে ৷ কেওয়াইসি-র জন্য প্যান কার্ড বা ফর্ম ১৬ ও ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো অ্যাড্রেস প্রুফ জমা করতে হবে ৷ এছাড়া মানরেগা জব কার্ডকেও ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷