সাধারণত বাজারে এক কেজি গাঁদা বিক্রি হয় দেড়শ টাকায়। বাজারে এই ফুলের চাহিদা দেখে চাষিরা তাদের খামারে দেড় একর জমিতে গাঁদা চাষ করছেন। এই গাঁদা এই উৎসব মরশুম শুরুর ৪০ থেকে ৫০ দিন আগে চাষ করা হয়। এই গাছ থেকে ফসল পেতে পেতে উৎসব এসে পড়ে। উৎসবের মরশুমে এই ফুল ফোটে এবং ফুল বিক্রি হয়। এতে সাধারণ ফসলের চেয়ে অনেক বেশি লাভ হচ্ছে বলে জানান কৃষকরা।
advertisement
আরও পড়ুন: Mutual Fund খুঁজছেন? গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কারা রিটার্ন দিয়েছে দেখে নিন
নগরকুরনুল জেলা সদরের কাছে লিঙ্গাসানিপল্লি গ্রামে, বেশিরভাগ কৃষকরাই গাঁদা চাষ করেছেন। চাষিরা জানিয়েছেন যে, ব্যবসায়ীরা অনেক সময়ই খামারে এসে ফুল নিয়ে যান। সেক্ষেত্রে গেলে প্রতি কেজি ১০০ টাকায় গাঁদা ফুল বিক্রি হয়। এতে অনেকে সুবিধা রয়েছে, তাই এলাকার বেশির ভাগ কৃষক এই ফসল চাষে আগ্রহী হয়েছেন। গাঁদা ফুল যেকোনও জলবায়ুর পরিস্থিতি মানিয়ে নিতে পারে। সামান্য জল সেচের প্রয়োজন হয়। ফলনও হয় ভাল। কয়েক একর জমিতে চাষিরা এবারে বেশিরভাগই হলুদ বা কমলা রঙের গাঁদা ফুলের চাষ করছেন।
আরও পড়ুন: মহিলাদের জন্য পোস্ট অফিসে রয়েছে একাধিক বিশেষ স্কিম, মিলবে বিরাট রিটার্ন
তাঁরা আরও জানিয়েছেন খুব তাড়াতাড়ি ফলন উঠে যায় বলে, অন্য সময় অন্য ফসল চাষ করতেও কোনও অসুবিধা হয় না। তাতে আখেরে লাভ বাড়ে।
প্রথাগত চাষের বাইরে এই ধরনের ফসলের উপরই ভরসা করেন তাঁরা। নগরকুরনুলের চাষিদের দেখে অনেক এলাকার চাষিরাই উৎসাহিত হচ্ছেন।