এক নজরে দেখে নেওয়া যাক YONO SBI-এর বাম্পার অফার-
YONO SBI অ্যাপের মাধ্যমে Mahindra কোম্পানির XUV ও Reno গাড়ি কিনলে, এদের অ্যাকসেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। Reno গাড়ি কিনলে, ৫০০০ টাকার অ্যাকসেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। Mahindra XUV গাড়ি কিনলে, ৩০০০ টাকার অ্যাকসেসরিজ সম্পূর্ণ বিনামূল্য পাওয়া যাবে। এছাড়াও YONO SBI অ্যাপের মাধ্যমে Toyota কোম্পানির গাড়ি কিনলে, ৫০০০ টাকার অ্যাকসেসারিজ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। অ্যাকসেসরিজ ছাড়াও বেশ কয়েকটি গাড়ির কোম্পানি ক্যাশ ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। YONO SBI অ্যাপের মাধ্যমে Datson Go গাড়ি কিনলে, ৪,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে। Tata Motors-এর গাড়ি কিনলে, ৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন-বিএসএফ-এর ক্ষমতাবৃদ্ধি, রাজ্য আইন আনলে তার ভবিষ্যৎ কী
গাড়ি ছাড়াও যাঁরা টু-হুইলার কেনার কথা ভাবছেন, তাঁদের জন্যও রয়েছে সুখবর। বেশ কয়েকটি কোম্পানি বাইক আর স্কুটারের ওপর দিচ্ছে আকর্ষণীয় অফার। YONO SBI অ্যাপের মাধ্যমে Hero স্কুটার কিনলে, ১৫০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয় যাবে। YONO SBI অ্যাপের মাধ্যমে Hero ইলেকট্রিকের ই-বাইক কিনলে, ২০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয় যাবে।
আরও পড়ুন-নাম বদলে যাবে দেশের প্রথম অত্যাধুনিক রেল স্টেশনের!
উৎসবের মরসুমের অফার যাঁরা মিস করেছেন, তাঁদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয়েছে এই বাম্পার অফার। YONO SBI-এর মাধ্যমে কিনে নেওয়া যাবে, নিজেদের পছন্দ অনুযায়ী স্বপ্নের যানবাহন। নিজেদের গাড়ি কেনার স্বপ্ন সত্যি হওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে বাম্পার অফার।