TRENDING:

4 Day Work Week: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!

Last Updated:

4 Day Work Week: ৯ ঘন্টা ৩০ মিনিট করতে হবে কাজ -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেলজিয়ামের কর্মচারীদের এবার সপ্তাহে কেবল ৪দিন (4 days week) কাজ করতে হবে ৷ লেবর ইউনিয়ন ও বিজনেস গ্রুপের মধ্যে হওয়া একটি চুক্তি অনুযায়ী, এবার থেকে কোনও কর্মচারী সপ্তাহে চারদিন কাজ করার দাবি জানালে তাকে অনুমতি দেওয়া হবে এবং এর জন্য কোনও বেতন কাটা হবে না ৷ শুধু তাই নয়, দরকারে কর্মীরা এক সপ্তাহে বেশি দিন কাজ করে পরের সপ্তাহে কম দিন কাজ করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!

বেলজিয়ামে শ্রম আইনকে (Labor Law) বেশ জটিল মনে করা হয় ৷ দীর্ঘ দিন ধরে শ্রম আইন সংশোধন করার দাবি জানানো হচ্ছিল ৷ শ্রমিক ইউনিয়ন ও বিজনেস গ্রুপের মধ্যে হওয়া আলোচনার পর সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে কার্যালয়ে সপ্তাহে ৪দিন কাজ হবে ৷

advertisement

বেলজিয়ামের প্রধানমন্ত্রী (Belgium Prime Minister) অ্যালেক্সজেন্ডার ডি ক্রু (Alexander De Croo) জানিয়েছেন, কোভিড ১৯ এর কারনে ‘কাজ করার নতুন পদ্ধতি’ এসেছে ৷ কর্মীদের এবং নিয়োগকর্তাদের বেশি ছাড় দেওয়া হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের সপ্তাহে চারদিন কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে তার জন্য সংস্থার বা নিয়োগকর্তার অনুমতি নিতে হবে ৷ সংস্থা বা নিয়োগকর্তা চারদিন কাজ করা অনুমতি না দিলে তার জন্য সঠিক এবং নির্দিষ্ট কারন লিখিত ভাবে দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন:  ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই চা, রেকর্ড করল ‘গোল্ডেন পার্ল’!

৯ ঘন্টা ৩০ মিনিট করতে হবে কাজ

নতুন নিয়ম অনুযায়ী, কর্মচারীদের ৯ ঘণ্টা ৩০ মিনিট কাজ করতে হবে ৷ এই সময় বাড়িয়ে ১০ ঘণ্টাও করা যেতে পারে ৷ প্রধানমন্ত্রী ডি ক্রু জানিয়েছেন, গত দু’বছর অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে গোটা দেশ ৷ নতুন নিয়মের জেরে দেশের অর্থব্যবস্থা বেশি ইনোভেটিভ, স্থির ও ডিজিটাল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ ও ব্যবসাকে আরও মজবুত করে তোলা ৷

advertisement

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত

৪ ডে উইক ক্যাম্পেনের (4 Day Week Campaign) ডায়রেক্টর জো রাইল জানিয়েছেন, ‘কর্মীদের কাজের সময় সিলেক্ট করার অপশন দেওয়াকে সমর্থন করি ৷ কিন্তু কাজের জন্য পাঁচ দিনের সপ্তাহকে চার দিন করলে কর্মীদের চাপ এবং কাজের চাপ কমবে না ৷ চার দিন করে যদি প্রতিদিনের কাজের সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে সমস্যার তো কোনও সমাধানই হল না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

ইংল্যান্ডেও চলতি বছরের জুন থেকে সপ্তাহে ৪ দিন কাজ কার ট্রায়াল শুরু হতে চলেছে ৷ এর জন্য প্রায় ৩০টি সংস্থা সহমত প্রকাশ করেছে ৷ ছ’মাস ধরে চলবে এই ট্রায়াল ৷ সংস্থার তরফে কর্মীদের সপ্তাহে ৩২ ঘণ্টা কাজ করার অনুমতি দেওয়া হবে ৷ অর্থাৎ কর্মীরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন ৷ এর জেরে কর্মীদের বেতন বা ভাতা কম করা হবে না ৷ আমেরিকা, আয়ারল্যান্ড, কানাডা সহ একাদিক দেশে এই ধরনের পাইলট প্রোজেক্ট চলছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
4 Day Work Week: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল