TRENDING:

টাকা জমা দিতে ব্যাঙ্কে গিয়েছিলেন মহিলা, ডিপোজিট স্লিপে যা লিখলেন… মাথা ঘুরে গেল ব্যাঙ্ক ম্যানেজারের

Last Updated:

SBI Funny Pay in Slip Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ডিপোজিট স্লিপের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। এক মহিলা টাকা জমা দেওয়ার জন্য এই স্লিপ লিখেছেন, যা পড়ার পর হাসি থামছে না অনেকেরই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কের কাউন্টারেই ডিপোজিট স্লিপ থাকে। সেটা পূরণ করে গ্রাহক নগদ টাকা জমা দেন। কিন্তু স্লিপ পূরণ করতে গিয়ে অনেকেই এমন সব কাণ্ড ঘটান যা শেষ পর্যন্ত হাসির খোরাক হয়ে দাঁড়ায়। কী করা উচিত বুঝে উঠতে পারেন না ব্যাঙ্ক কর্মীরাও।
ডিপোজিট স্লিপে যা লিখলেন…
ডিপোজিট স্লিপে যা লিখলেন…
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ডিপোজিট স্লিপের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। এক মহিলা টাকা জমা দেওয়ার জন্য এই স্লিপ লিখেছেন, যা পড়ার পর হাসি থামছে না অনেকেরই। সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছেন, এটা পড়ার পর ব্যাঙ্ক ম্যানেজার নির্ঘাত কোমায় চলে গিয়েছে।

আরও পড়ুন– ভারতী, শেহনাজ থেকে শুরু করে রাম কাপুর এই কায়দায় হু-হু করে ঝরিয়েছেন ওজন! সম্পূর্ণ ভাবে এর উপযোগিতা আর সমস্যার তালিকা দেখে নিন

advertisement

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @smartprem19 থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ‘নিউজ18 বাংলা’ ভিডিও-এর সত্যতা যাচাই করেনি। তবে সোশ্যাল মিডিয়াতেই অনেকে বলছেন, ভিডিওটি ভুয়ো। কারণ ডিপোজিট স্লিপে যে তারিখ লেখা হয়েছে, সেটা ২৯ জানুয়ারির। যা আসতে এখনও ঢের দেরি। তাই কারও কারও মতে ছবিটি স্পনসর্ডও হতে পারে।

ডিপোজিট স্লিপে মহিলা নিজের নাম লিখেছেন ‘রাধিকা শর্মা।‘ অ্যাকাউন্ট নম্বরও দিয়েছেন। তবে সেটাও ভুয়ো বলছেন অনেকে। যাইহোক, এরপরই আসল কাণ্ডটা বাঁধিয়েছেন তিনি। অদ্ভুত সব তথ্য লিখেছেন।

advertisement

আরও পড়ুন– নিশ্চিত আয়ের সঙ্গে বিমা কভারেজ, ধামাকা প্ল্যান নিয়ে এল বন্ধন লাইফ ইনস্যুরেন্স, ভবিষ্যৎ এখন সম্পূর্ণ সুরক্ষিত

ডিপোজিট স্লিপে দুটি ভাগ থাকে। একদিকে ‘ডিটেইলস অফ ক্যাশ ওর চেক’। এখানে নগদ বিবরণ দিতে হয়। আরেকদিকে লিখতে হয় অ্যামাউন্ট। মানে গ্রাহক কত টাকা জমা দিতে চান, সেটা। ডিটেইলস অফ ক্যাশের জায়গায় রাধিকা শর্মা লিখেছেন, “স্বামীর সঙ্গে মেলায় যাওয়ার জন্যে।” আর অ্যামাউন্ট মানে হিন্দিতে ‘রাশি’র জায়গায় লিখেছেন, “কুম্ভ”। আর ‘টোটাল’ বা মোট টাকার জায়গায় লিখেছেন, “কুম্ভ মেলা।”

advertisement

এখনও পর্যন্ত ভিডিওটিতে ১.৫ মিলিয়ন ভিউ হয়েছে। হাত খুলে লাইক, কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। একজন লিখেছেন, “২০২৫ সালের ২৯ জানুয়ারি চলে গেল, আর জানতেও পারলাম না! কী অবস্থা।” আরেকজন সরাসরি লিখেছেন, “তারিখটা ভুল।”

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে ডিপোজিট স্লিপের ছবি ও ভিডিও দেখে রঙ্গ, রসিকতাই করছেন অধিকাংশ নেটিজেনরা। এক ইউজার লিখেছেন, “দুনিয়ায় এমন কোনও শক্তি নেই যে ম্যাডামকে মেলায় যাওয়া থেকে আটকাতে পারে।” এই ডিপোজিট স্লিপ পড়ার পর ব্যাঙ্ক কর্মীদের কী অবস্থা হবে তা ভেবে শিউরে উঠছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, “এটা পড়লে ব্যাঙ্ক ম্যানেজার নির্ঘাত কোমায় চলে যাবেন।” আরেকজনের সরস উক্তি, “উনি যা চান, দিয়ে দিন, নাহলে আবার কী করে বসবেন… তখন মুশকিল হয়ে যাবে।”

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা জমা দিতে ব্যাঙ্কে গিয়েছিলেন মহিলা, ডিপোজিট স্লিপে যা লিখলেন… মাথা ঘুরে গেল ব্যাঙ্ক ম্যানেজারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল