সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ডিপোজিট স্লিপের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। এক মহিলা টাকা জমা দেওয়ার জন্য এই স্লিপ লিখেছেন, যা পড়ার পর হাসি থামছে না অনেকেরই। সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছেন, এটা পড়ার পর ব্যাঙ্ক ম্যানেজার নির্ঘাত কোমায় চলে গিয়েছে।
advertisement
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @smartprem19 থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ‘নিউজ18 বাংলা’ ভিডিও-এর সত্যতা যাচাই করেনি। তবে সোশ্যাল মিডিয়াতেই অনেকে বলছেন, ভিডিওটি ভুয়ো। কারণ ডিপোজিট স্লিপে যে তারিখ লেখা হয়েছে, সেটা ২৯ জানুয়ারির। যা আসতে এখনও ঢের দেরি। তাই কারও কারও মতে ছবিটি স্পনসর্ডও হতে পারে।
ডিপোজিট স্লিপে মহিলা নিজের নাম লিখেছেন ‘রাধিকা শর্মা।‘ অ্যাকাউন্ট নম্বরও দিয়েছেন। তবে সেটাও ভুয়ো বলছেন অনেকে। যাইহোক, এরপরই আসল কাণ্ডটা বাঁধিয়েছেন তিনি। অদ্ভুত সব তথ্য লিখেছেন।
ডিপোজিট স্লিপে দুটি ভাগ থাকে। একদিকে ‘ডিটেইলস অফ ক্যাশ ওর চেক’। এখানে নগদ বিবরণ দিতে হয়। আরেকদিকে লিখতে হয় অ্যামাউন্ট। মানে গ্রাহক কত টাকা জমা দিতে চান, সেটা। ডিটেইলস অফ ক্যাশের জায়গায় রাধিকা শর্মা লিখেছেন, “স্বামীর সঙ্গে মেলায় যাওয়ার জন্যে।” আর অ্যামাউন্ট মানে হিন্দিতে ‘রাশি’র জায়গায় লিখেছেন, “কুম্ভ”। আর ‘টোটাল’ বা মোট টাকার জায়গায় লিখেছেন, “কুম্ভ মেলা।”
এখনও পর্যন্ত ভিডিওটিতে ১.৫ মিলিয়ন ভিউ হয়েছে। হাত খুলে লাইক, কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। একজন লিখেছেন, “২০২৫ সালের ২৯ জানুয়ারি চলে গেল, আর জানতেও পারলাম না! কী অবস্থা।” আরেকজন সরাসরি লিখেছেন, “তারিখটা ভুল।”
তবে ডিপোজিট স্লিপের ছবি ও ভিডিও দেখে রঙ্গ, রসিকতাই করছেন অধিকাংশ নেটিজেনরা। এক ইউজার লিখেছেন, “দুনিয়ায় এমন কোনও শক্তি নেই যে ম্যাডামকে মেলায় যাওয়া থেকে আটকাতে পারে।” এই ডিপোজিট স্লিপ পড়ার পর ব্যাঙ্ক কর্মীদের কী অবস্থা হবে তা ভেবে শিউরে উঠছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, “এটা পড়লে ব্যাঙ্ক ম্যানেজার নির্ঘাত কোমায় চলে যাবেন।” আরেকজনের সরস উক্তি, “উনি যা চান, দিয়ে দিন, নাহলে আবার কী করে বসবেন… তখন মুশকিল হয়ে যাবে।”