সরকারের তরফে এই যোজনার নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এবার পিএম কিষান যোজনার লাভ সেই কৃষকরাই পাবেন যাদের নামে চাষ যোগ্য জমি রয়েছে ৷ বাবা বা দাদুর নামে জমি থাকলে এই যোজনার সুবিধা পাবেন না ৷
২০১৯ সালে শুরু হওয়া এই যোজনায় (PM Kisan Samman Nidhi Yojana) বেশ কিছু গড়মিল পাওয়া গিয়েছিল ৷ এবার সেগুলি ঠিক করার সিদ্ধান্ত নিয়ে সরকার ৷ এবার কিষান সম্মান নিধি যোজনায় নতুন রেজিস্ট্রেশন করানোর জন্য ফর্মে জমির প্লট নম্বর দিতে হবে ৷ নতুন নিয়ম অবশ্য যোজনার সঙ্গে যুক্ত পুরনো সুবিধাভোগীদের উপর লাগু হবে না ৷
advertisement
দেখে নিন কারা পাবেন এই (PM Kisan Samman Nidhi Yojana) যোজনার সুবিধা
পিএম কিষান যোজনার কেবল সুবিধা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর বা ৫ একর চাষ যোগ্য জমি রয়েছে ৷ কোনও কৃষক যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷
কোন মাসে আসে যোজনার টাকা ?
প্রত্যেক আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর ও তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় ৷
কী কী কারণে আটকে যায় টাকা ?
অনেক সময় দেখা গিয়েছে সরকারের তরফে টাকা ট্রান্সফার করা হয়ে থাকলেও কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়নি ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ভুল আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর৷