পোস্ট অফিসের এই স্কিমে ডবল হবে টাকা, ২ লক্ষ দিয়ে ম্যাচিউরিটিতে মিলবে ৪ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) দেশের সমস্ত ব্যাঙ্ক ও ডাকঘরে পাওয়া যায় ৷ বর্তমানে এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাস ৷
সেভিংস করার অভ্যস ছোট থেকেই শেখা ভাল ৷ কারণ সব সময় এক ভাবে কাটে না ৷ খারাপ সময়ে জমানো এই টাকা কাজে আসে ৷ কিন্তু ইনভেস্ট করার সময় সকলের মনেই প্রশ্ন উঠে কোথায় ইনভেস্ট করবেন ? কারণ ভাল রিটার্নের পাশাপাশি টাকা যাতে সুরক্ষিত থাকে সেই দিকেও নজর রাখতে হয় ৷ পোস্ট অফিসের এরকম একটি স্কিম রয়েছে যেখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ম্যাচিউরিটি পেয়ে যাবেন ডবল রিটার্ন ৷ যোজনার নাম পোস্ট অফিস কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) ৷
advertisement
advertisement
কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) দেশের সমস্ত ব্যাঙ্ক ও ডাকঘরে পাওয়া যায় ৷ বর্তমানে এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাস ৷ এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হয় ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷ এই প্ল্যানটি বিশেষ করে কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তাঁরা লম্বা সময়ের জন্য টাকা সেভিংস করতে পারেন ৷
advertisement
advertisement
advertisement