নয়া অল্টো K10 গত জেনারেশনের মডেলের তুলনায় পুরোপুরি আলাদা ৷ বাজারে উপস্থিত Hyundai Santro ও Renault Kwid-কে ভাল টেক্কা দিতে চলেছে অল্টোর এই নতুন মডেল ৷
আরও পড়ুন: অ্যাকটিভ না প্যাসিভ! জানেন, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক
মাত্র ৭৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন এই গাড়ি-
advertisement
নতুন অল্টো K10 এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ গ্রাহকরা মাত্র ৭৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন এই গাড়ি ৷ এর বেস মডেলের অন রোড প্রাইস ৪.২৫ লক্ষ টাকা ৷ যদি কোনও ব্যাঙ্ক ৮ শতাংশ সুদে লোন দিয়ে থাকে তাহলে ৫ বছর পর্যন্ত প্রতি মাসে প্রায় ৭০০০ টাকা ইএমআই দিতে হবে ৷
নতুন ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে এই গাড়ি-
অল্টোর নতুন মডেল অনেকটা সেলেরিও-র মতো দেখতে হবে ৷ নতুন অল্টোতে নতুন গ্রিল দেওয়া হয়েছে ৷ হেডল্যাম্প, ফ্রন্ট বাম্পার ও বোনেট পুরনো মডেলের থেকে অনেকটাই আলাদা ৷ সাইড প্রোফাইল ও রিয়ারে নতুন ডিজাইন দেওয়া হয়েছে ৷ Alto K10-এর নতুন মডেলে রয়েছে ১.০ লিটার K-Series ডুয়েল জেট, ডুয়েল VVT ইঞ্জিন ৷ এই মডেলকে অটো গিয়ার শিফ্ট (AGS) ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ ইঞ্জিন 24.90 kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড নাকি স্টক! কোনটা আপনার জন্য আদর্শ, জেনে নিন বিশেষজ্ঞদের মত
নয়া অল্টো K10-এ একাধিক গুরুত্বপূর্ণ বদল করা হয়েছে ৷ এর মধ্যে সবচেয়ে বড় স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম যার মধ্যে অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি পাওয়া যাবে ৷ অন্যান্য বদলের মধ্যে রিমোটের অ্যাক্সেস, ইলেক্ট্রিক অ্যাডজাস্টেবল ORVMs, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলের মতো অ্যাডভান্স ফিচার্স রয়েছে ৷