দেশীয় প্রজাতি ছাড়া বিভিন্ন রাজ্যের একাধিক প্রজাতির ছাগলের চাষ করে বার্ষিক মালামাল হচ্ছেন এক যুবক। বর্তমানে চাকুরীর মন্দা বাজারে ব্যবসার দিকে ঝোঁক বাড়লেও, সঠিক পদ্ধতিতে পশু পালন করে স্বনির্ভর হওয়া সম্ভব। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বছর ২৬ এর যুবক শুভজ্যোতি মাইতি দিচ্ছেন স্বনির্ভরতার পথ।
আরও পড়ুন: স্বল্প খরচে এবং অল্প পরিশ্রমে হচ্ছে বিরাট টাকার লাভ !
advertisement
প্রসঙ্গত বছর দেড়েক আগে হাতেগোনা মাত্র আট থেকে দশটা দেশী ছাগল নিয়ে প্রতিপালন শুরু করেছিলেন। বর্তমানে তার ফার্মে রয়েছে প্রায় ৭০ থেকে ৮০ টি ছাগল। যা বিক্রি করে বার্ষিক বেশ লাভ জুটছে তার। দেড় বছরে বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত লাভ মিলেছে এই ছাগল প্রতিপালন করে।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন অঞ্চলের গোপীনাথপুর এলাকার বাসিন্দা শুভজ্যোতি মাইতি। বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল প্রতিপালন করে যুব প্রজন্ম কে দিচ্ছে স্বনির্ভরতার দিশা। প্রসঙ্গত সামান্য পরিচর্যা এবং খরচে বিভিন্ন প্রজাতির ছাগল প্রতিপালন করে পাশে বেশ লাভ মেলে।
আরও পড়ুন: মাত্র এক টাকা খরচ করে লাভ হবে দশ টাকা ! কোথায় ?
সঠিক ও বৈজ্ঞানিক উপায়ে পশু পালন, রোগ অসুখ নিরাময় শিক্ষা, এ সকল নানা বিষয়ে ট্রেনিং নিয়ে তিনি শুরু করেন গোটারি ফার্ম। বর্তমানে তার এই ফার্মে প্রায় ৭০ খানা দেশীয় সহ একাধিক প্রজাতির ছাগল রয়েছে। দেশী ছাগল বা ব্ল্যাক বেঙ্গল এর পাশাপশি বারবারি, রাজস্থানের প্রজাতি গুজরি সহ বিভিন্ন প্রজাতির ছাগল নিয়ে তাদের রক্ষণাবেক্ষণ ও প্রতিপালন শুরু করেন তিনি। পাশাপশি, ফাঁকা জমিতে ভুট্টা ও ঘাস চাষ করে, কম খরচে প্রতিপালন করা ছাগলদের খাবারের যোগান দিচ্ছেন তিনি।
স্বাভাবিক ভাবেই সম্পূর্ণ ভাবে গোটারি ফার্মে নিজেকে নিয়োজিত করে, আরও বৃহৎ ফার্ম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ডেবরার যুবক শুভজ্যতি। বেকার যুবক যুবতীদের পশু পালনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার আশাও দেখাচ্ছেন তিনি।
রঞ্জন চন্দ