অশোধিত তেলের দামে পতনের জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷ শনিবার সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এদিনও জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
আরও পড়ুন: ৯৫ টাকা করে জমা করুন! মেয়াদ শেষে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকার বাম্পার রিটার্ন
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: দেশের সমস্ত শহরকে পিছনে ফেলে Swiggy কন্ডোমের অর্ডার ৫৮০ গুণ বেড়েছে এই বড় শহরের
অন্যান্য শহরে জ্বালানির দাম-
- নয়ডা- পেট্রোল ৯৬.৬০ টাকা, ডিজেল ৮৯.৭৭ টাকা
- গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা
- লখনউ- পেট্রোল ৯৬.৪২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
- পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
- পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷