TRENDING:

এককালীন না রেগুলার প্রিমিয়াম? জীবন বিমান পলিসি নিয়ে বিশেষজ্ঞদের মত কী, দেখে নেওয়া জরুরি

Last Updated:

গত বছরের অগাস্ট মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত মোট পলিসির মধ্যে এককালীন প্রিমিয়াম পলিসির সংখ্যা বেড়ে ৭৯ শতাংশ হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বর্তমান সময়ে বেতন ভিত্তিক চাকরির তুলনায় মরশুম ভিত্তিক কাজ অথবা ব্যবসার প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের। কিন্তু স্বাভাবিক ভাবেই মরসুম শেষ হওয়ার পরে প্রিমিয়াম পরিশোধ করার জন্য টাকা থাকবে কি না, তা নিশ্চিত থাকে না। আর এই কারণেই এককালীন প্রিমিয়ামযুক্ত বিমার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটি রিসার্চ অনুসারে, গত বছরের অগাস্ট মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত মোট পলিসির মধ্যে এককালীন প্রিমিয়াম পলিসির সংখ্যা বেড়ে ৭৯ শতাংশ হয়ে গিয়েছে।
পলিসি নিয়ে ধাঁধা কাটিয়ে ফেলুন
পলিসি নিয়ে ধাঁধা কাটিয়ে ফেলুন
advertisement

নাম থেকেই স্পষ্ট যে, এককালীন প্রিমিয়াম বিমা পলিসির ক্ষেত্রে গ্রাহককে বারবার প্রিমিয়াম দিতে হয় না। এক বারেই প্রিমিয়ামের সমস্ত টাকা পরিশোধ করে দেওয়া যায়। এককালীন প্রিমিয়াম ভিত্তিক পলিসি নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা করা হল।

কী বলছেন বিশেষজ্ঞরা?

ভারতী এক্সা লাইফ ইনস্যুরেন্স (Bharti Axa Life Life Insurance)-এর নিতিন মেহতা বলেছেন, এককালীন প্রিমিয়াম পলিসি এক জন গ্রাহককে এক বারেই সমস্ত অর্থ বিনিয়োগে লাইফটাইম কভার নেওয়ার স্বাধীনতা দেয়। তিনি আরও বলেন যে, গ্রাহককে ১০-১৫ বছর ধরে প্রতি বছর প্রিমিয়াম দেওয়ার বিষয়ে চিন্তা করতে হয় না। অন্য দিকে, প্রোবাস ইন্স্যুরেন্স (Probus Insurance)-এর রাকেশ গয়াল বলেছেন, এককালীন প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে এককালীন টাকা জমা দেওয়া প্রিমিয়াম মোট মাসিক বা বার্ষিক প্রিমিয়ামের তুলনায় কম। গয়ালের মতে, এককালীন প্রিমিয়াম পলিসি মুদ্রাস্ফীতি বা বাজারের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয় না।

advertisement

আরও পড়ুন: ‘আমার গর্ব...আমার ছেলে’, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ

আরও পড়ুন: মিষ্টি কুকুরছানাদের সঙ্গে সময় কাটান তারা! ছবিগুলি দেখে মন ভরল পশুপ্রেমীদের

গ্রাহকের জন্য উপযুক্ত বিমা কোনটি?

এককালীন প্রিমিয়াম পলিসি করার আগে গ্রাহকের কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। রাকেশ গয়ালের মতে, একটি এককালীন প্রিমিয়াম পলিসি তাঁদের জন্য, যাঁরা এক সঙ্গে নিজেদের অনেক টাকা বিনিয়োগ করতে সক্ষম। যাঁদের কাছে একসঙ্গে অনেক টাকা নেই এবং যাঁরা নিয়মিত আয়ের উপর নির্ভরশীল, তাঁদের রেগুলার প্রিমিয়াম পলিসি নেওয়া উচিত। তিনি আরও বলেন যে, একটি এককালীন প্রিমিয়াম পলিসির মেয়াদ রেগুলার প্রিমিয়াম পলিসির চেয়ে কম। নিতিন মেহতার মতে, যাঁদের কাছে অনেক টাকা রয়েছে, তাঁরাই সাধারণত এই পলিসিগুলি বেছে নেন। মেহতা আরও বলেন যে, পলিসি নেওয়ার আগে গ্রাহক জীবনের কোন পর্যায়ে রয়েছেন, সেটা ভালো ভাবে বিচার করে নেওয়া উচিত। তার ভিত্তিতেই বিনিয়োগ করতে হবে।

advertisement

কর ছাড়ের সুবিধা:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আয়কর আইন ৮০সি অনুযায়ী, এক জন কর প্রদানকারী একটি বিমা পলিসির জন্য দেওয়া বার্ষিক প্রিমিয়ামের উপর ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন। এই সুবিধা এককালীন এবং রেগুলার - উভয় ধরনের বিমার ক্ষেত্রে প্রযোজ্য।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এককালীন না রেগুলার প্রিমিয়াম? জীবন বিমান পলিসি নিয়ে বিশেষজ্ঞদের মত কী, দেখে নেওয়া জরুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল