TRENDING:

বিশ্বের সেরা ১০০ এয়ারলাইন্সের তালিকায় এবছরও বাদ এয়ার ইন্ডিয়া, কারা রয়েছে ? দেখে নিন

Last Updated:

ভিস্তারা র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করে ঢুকে পড়েছে প্রথম একশোর মধ্যে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবছর বিশ্বের সেরা এয়ারলাইন্সের পুরস্কার যেমন গিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের দখলে তেমনি প্রথম দশের তালিকাতেও থাই এয়ারওয়েজ বাদে বড় কোনও চমক নেই ৷ অধিকাংশ বিমানসংস্থারই র‍্যাঙ্কিংয়ে অন্তত একধাপ করে উন্নতি হয়েছে ৷ এর ফলে একাদশ স্থান থেকে প্রথম দশে ঢুকে পড়েছে থাইল্যান্ডের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাও ৷
advertisement

আরও পড়ুন- ২০১৮-এ বিশ্বের সেরা বিমান সংস্থার পুরস্কার গেল কার দখলে ? দেখে নিন

গতবারের শীর্ষে থাকা  কাতার এয়ারওয়েজ এবছর নেমে গিয়েছে দু’নম্বরে ৷ এমিরেটস (চতুর্থ) এবং লুফথানসা (সপ্তম)-র অবশ্য কোনওরকম উন্নতি বা অবনতি ঘটেনি ৷ কিন্তু শুধু প্রথম ১০ বিমানসংস্থাই নয় ৷ র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০০-এ থাকা বিমানসংস্থাগুলির নামই প্রকাশ করে থাকে স্কাইট্র্যাক্স ৷ গোটা বিশ্বজুড়ে যাত্রীদের ভোটের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয় ৷ এই তালিকায় এবছরও বাদ পড়েছে এয়ার ইন্ডিয়া ৷ ভারতের অন্যান্য বিমানসংস্থাগুলির মধ্যে ইন্ডিগো র‍্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি করলেও তালিকায় নেমে গিয়েছে জেট এয়ারওয়েজ ৷ যদিও দেশের আরেক বিমানসংস্থা ভিস্তারা র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করে ঢুকে পড়েছে প্রথম একশোর মধ্যে ৷ ১১১ নম্বর থেকে সোজা একলাফে ৮৬-তে পৌঁছে গিয়েছে টাটা সনসের এই বিমানসংস্থা ৷ বিশ্বের প্রথম ১০০ এয়ারলাইন্সের তালিকা দেখে নিন ৷

advertisement

১. সিঙ্গাপুর এয়ারলাইন্স

২. কাতার এয়ারওয়েজ

৩. ANA অল নিপ্পন এয়ারওয়েজ

৪. এমিরেটস

৫. ইভা এয়ার

৬. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ

৭. লুফথানসা

৮. হাইনান এয়ারলাইন্স

৯. গারুদা ইন্দোনেশিয়া

১০. থাই এয়ারওয়েজ

advertisement

১১. কোয়ান্টাস এয়ারওয়েজ

১২. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স

১৩. জাপান এয়ারলাইন্স

১৪. চায়না সাদার্ন এয়ারলাইন্স

১৫. এতিহাদ এয়ারওয়েজ

১৬. অস্ট্রিয়ান এয়ারলাইন্স

১৭. এয়ার নিউজিল্যান্ড

১৮. টার্কিশ এয়ারলাইন্স

১৯. কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স

২০. হংকং এয়ারলাইন্স

advertisement

২১. ব্যাঙ্কক এয়ারওয়েজ

২২. ভার্জিন অস্ট্রেলিয়া

২৩. এরোফ্লট

২৪. এশিয়ানা এয়ারলাইন্স

২৫. এয়ার ফ্রান্স

২৬. ক্যাথে ড্র্যাগন

২৭. ফিন এয়ার

২৮. এয়ার এশিয়া

২৯. ভার্জিন অ্যাটলান্টিক

৩০. এয়ার কানাডা

৩১. ব্রিটিশ এয়ারওয়েজ

advertisement

৩২. নরওয়েজিয়ান

৩৩. কোরিয়ান এয়ার

৩৪. মালয়েশিয়া এয়ারলাইন্স

৩৫. চায়না এয়ারলাইন্স

৩৬. এয়ার লিঙ্গাস

৩৭. ডেলটা এয়ারলাইন্স

৩৮. অ্যালাস্কা এয়ারলাইন্স

৩৯. এজিয়ান এয়ারলাইন্স

৪০. ইথিওপিয়ান এয়ারলাইন্স

৪১. আইবেরিয়া

৪২. জেটব্লু এয়ারওয়েজ

৪৩. ইজি জেট

৪৪. ওমান এয়ার

৪৫. সাউথ আফ্রিকান এয়ারওয়েজ

৪৬. জেটস্টার এয়ারওয়েজ

৪৭. এয়ার এশিয়া এক্স

৪৮. এয়ার আস্তানা

৪৯. ফিলিপিন্স এয়ারলাইন্স

৫০. ভিয়েতনাম এয়ারলাইন্স

৫১. অ্যাভিয়াঙ্কা

৫২. সৌদি আরবিয়ান এয়ারলাইন্স

৫৩. আজুল এয়ারলাইন্স

৫৪. ওয়েস্টজেট

৫৫. ইন্ডিগো ( ভারত )

৫৬. সিল্ক এয়ার

৫৭. সাউথওয়েস্ট এয়ারলাইন্স

৫৮. আজারবাইজান এয়ারলাইন্স

৫৯. ইউরোউইংগস

৬০. SAS স্ক্যান্ডিনেভিয়ান

৬১. স্কুট

৬২. পোর্টার এয়ারলাইন্স

৬৩. লাটাম

৬৪. রায়ান এয়ার

৬৫. ফিজি এয়ারওয়েজ

৬৬. কোপা এয়ারলাইন্স

৬৭. লট পোলিশ

৬৮. এয়ার ট্রানস্যাট

৬৯. এয়ার মরিশিয়াস

৭০. জেটস্টার এশিয়া

৭১. আমেরিকান এয়ারলাইন্স

৭২. ট্যাপ পর্তুগাল

৭৩. টুই এয়ারওয়েজ

৭৪. ব্রাসেলস এয়ারলাইন্স

৭৫. আলইতালিয়া

৭৬. চায়না ইস্টার্ন এয়ারলাইন্স

৭৭. হাওয়াইয়ান এয়ারলাইন্স

৭৮. রয়্যাল ব্রুনেই এয়ারলাইন্স

৭৯. আমেরিকান ঈগল

৮০. জেট এয়ারওয়েজ ( ভারত )

৮১. জুনেআও এয়ারলাইন্স

৮২. এয়ার সেশেলস

৮৩. এয়ার ডলোমিটি

৮৪. এয়ার মাল্টা

৮৫. কেনিয়া এয়ারওয়েজ

৮৬. ভিস্তারা ( ভারত )

৮৭. আইসল্যান্ডার

৮৮. ইউনাইটেড এয়ারলাইন্স

৮৯. গাল্ফ এয়ার

৯০. রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স

৯১. পিচ

৯২. জেট২.কম

৯৩. এয়ার চায়না

৯৪. ভুয়েলিং এয়ারলাইন্স

৯৫. শ্রীলঙ্কান এয়ারলাইন্স

৯৬. এয়ার নস্ট্রাম

৯৭. এরোমেক্সিকো

৯৮. S7 এয়ারলাইন্স

৯৯. PAL এক্সপ্রেস

১০০. অ্যাটলাসগ্লোবাল

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিশ্বের সেরা ১০০ এয়ারলাইন্সের তালিকায় এবছরও বাদ এয়ার ইন্ডিয়া, কারা রয়েছে ? দেখে নিন