২০১৮-এ বিশ্বের সেরা বিমান সংস্থার পুরস্কার গেল কার দখলে ? দেখে নিন
Last Updated:
সবাইকে টপকে সেরা এয়ারলাইন্সের শিরোপা ছিনিয়ে নিল সিঙ্গাপুর এয়ারলাইন্স ৷
#লন্ডন: গত বেশ কয়েকবছর ধরেই বিমান পরিষেবায় সেরা পারফরম্যান্স করে আসছে অধিকাংশ এশিয় দেশগুলি ৷ এবছরও তার অন্যথা হয়নি ৷ তবে এবছর আর মধ্য প্রাচ্যের কোনও এয়ারলাইন নয় ৷ সবাইকে টপকে সেরা বিমান সংস্থার শিরোপা ছিনিয়ে নিল সিঙ্গাপুর এয়ারলাইন্স ৷ গত বেশ কয়েকবছর ধরেই টানা দুরন্ত পরিষেবা দিয়ে আসছে সিঙ্গাপুরের এই রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি ৷ গত বছরই তারা র্যাঙ্কিংয়ে দু’নম্বরে ছিল ৷ এবছর স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের গোটা বিশ্বের এয়ারলাইন্সের তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স ৷ কাতার এয়ারওয়েজকে পিছনে ফেলে এই খেতাব জিতে নিতে সফল তারা ৷
এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এটাই সবচেয়ে বড় পুরস্কার ৷ গত বছর ছাড়াও ২০১১, ২০১২ এবং ২০১৫ সালে এই পুরস্কার জিতেছিল কাতার এয়ারওয়েজ ৷ বেশ কয়েকবার শীর্ষস্থান দখল করতে সফল আরেক সংযুক্ত আরব আমিরশাহীর বিমান সংস্থা এমিরেটসও ৷ এবছর অবশ্য আর কোনও ‘মিডল ইস্ট’-এর এয়ারলাইন্স নয় ৷ সেরার সেরা শিরোপা গিয়েছে সিঙ্গাপুরের দখলেই ৷
advertisement
advertisement
২০১৮ সালের বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স
১. সিঙ্গাপুর এয়ারলাইন্স
২. কাতার এয়ারওয়েজ
৩. ANA অল নিপ্পন এয়ারওয়েজ
৪. এমিরেটস
৫. ইভা এয়ার
৬. ক্যাথে প্যাসিফিক
৭. লুফথানসা
৮. হাইনান এয়ারলাইন্স
৯. গারুদা ইন্দোনেশিয়া
advertisement
১০. থাই এয়ারওয়েজ
সেরা এয়ারলাইন্স- মহাদেশ ভিত্তিতে
উত্তর ইউরোপ- ফিনএয়ার
পশ্চিম ইউরোপ- লুফথানসা
পূর্ব ইউরোপ- এরোফ্লট রাশিয়ান এয়ারলাইন্স
আফ্রিকা- ইথিওপিয়ান এয়ারলাইন্স
অস্ট্রেলিয়া/ প্যাসিফিক- কোয়ান্টাস এয়ারলাইন্স
সেন্ট্রাল এশিয়া/ ভারত- এয়ার আস্তানা
advertisement
চিন- হাইনান এয়ারলাইন্স
মধ্য আমেরিকা/ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ- কোপা এয়ারলাইন্স
দক্ষিণ আমেরিকা- অ্যাভিয়াঙ্কা
উত্তর আমেরিকা- এয়ার কানাডা
এশিয়া- সিঙ্গাপুর এয়ারলাইন্স
মধ্য প্রাচ্য- কাতার এয়ারওয়েজ
ইউরোপ- লুফথানসা
view commentsLocation :
First Published :
July 23, 2018 2:13 PM IST