TRENDING:

ম্যাচিউরিটির আগে Fixed Deposit ভেঙে ফেলতে পারবেন ? নতুন নিয়ম আনল RBI

Last Updated:

এই পরিবর্তনটা বুঝতে গেলে ফিক্সড ডিপোজিটের পার্থক্য জানতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন-কলেবল ফিক্সড ডিপোজিটের ন্যূনতম পরিমাণ ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করল রিজার্ভ ব্যাঙ্ক। সোজা কথায় এর মানে দাঁড়াল, এবার থেকে সমস্ত ডোমেস্টিক ফিক্সড ডিপোজিটে ১ কোটি টাকা পর্যন্ত অকাল প্রত্যাহারের বিকল্প পাওয়া যাবে।
advertisement

এই পরিবর্তনটা বুঝতে গেলে ফিক্সড ডিপোজিটের পার্থক্য জানতে হবে। ব্যাঙ্ক দু’ধরনের ফিক্সড ডিপোজিট অফার করে, কলেবল এবং নন-কলেবল। কলেবল ফিক্সড ডিপোজিটে গ্রাহক অকাল প্রত্যাহার করতে পারেন। কিন্তু নন-কলেবল ফিক্সড ডিপোজিটে এই বিকল্পের সুবিধা পাওয়া যায় না।

লিক্যুইডিটির কথা উঠলে অকাল প্রত্যাহারের সুবিধা আছে, এমন ফিক্সড ডিপোজিট থেকেই বিনিয়োগকারীরা ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারেন। সোজা কথায় বলতে গেলে, নগদ সঙ্কটে টাকা তোলার সুবিধা এবং মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অনুমতি পাওয়া যায়।

advertisement

আরও পড়ুন: বারবার কি লকার সংক্রান্ত মেসেজ কিংবা কল আসছে? সাবধান! এখানেও কিন্তু ফাঁদ পেতেছে অনলাইন প্রতারকরা

পুরনো নিয়ম:

আগে ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৫ লক্ষের বেশি না হলে বিনিয়োগকারী মেয়াদ শেষের আগেই এফডি ভাঙাতে পারতেন। এটাই ছিল নিয়ম। এটাকেই বলা হয় ‘অকাল প্রত্যাহার’। এই সুবিধা পাওয়া যাবে জেনেই অনেকে ফিক্সড ডিপোজিট করতেন। যাইহোক, আমানতের পরিমাণ ১৫ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা পাওয়া যেত না।

advertisement

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই চার নিয়ম, আগে থেকে না জানলে জরিমানা দিতে হবে

নতুন নিয়ম:

এই নিয়ম বদল করল রিজার্ভ ব্যাঙ্ক। সিলিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এখন থেকে বিনিয়োগকারী ১ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে অকাল প্রত্যাহারের সুবিধা নিতে পারবেন। এই সুবিধা যে শুধু ডোমেস্টিক ফিক্সড ডিপোজিটেই পাওয়া যাবে তা নয়, নন রেসিডেন্ট, এনআরই এবং এনআরও ডিপোজিটেও এই সুবিধা মিলবে। রিজার্ভ ব্যাঙ্কের সংশোধিত নির্দেশিকা সমস্ত বাণিজ্যিক এবং সমবায় ব্যাঙ্কে কার্যকর হয়েছে।

advertisement

তাৎপর্য:

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই সংশোধনী যথেষ্ট গুরুত্ব বহন করে, বিশেষ করে যে সব বিনিয়োগকারীরা মোটা টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। এর ফলে আর্থিক সংস্থানের উপর নিয়ন্ত্রণ থাকবে। সময়ের আগে টাকা তুলে নেওয়ার ক্ষমতা এক ধরনের সুরক্ষা, বিশেষ করে আর্থিক প্রয়োজনের সময়। যাঁদের আমানত ১ কোটি টাকার বেশি নয়, তাঁরা এটা ভেবে নিশ্চিন্ত হতে পারবেন যে, আর্থিক প্রয়োজনে সহজেই তহবিলের অ্যাক্সেস পাওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ম্যাচিউরিটির আগে Fixed Deposit ভেঙে ফেলতে পারবেন ? নতুন নিয়ম আনল RBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল