বারবার কি লকার সংক্রান্ত মেসেজ কিংবা কল আসছে? সাবধান! এখানেও কিন্তু ফাঁদ পেতেছে অনলাইন প্রতারকরা

Last Updated:
সম্প্রতি ব্যাঙ্ক লকার সংক্রান্ত বিষয়ে ফাঁদ পেতে এক অবসরপ্রাপ্ত ভারতীয় নেভি অফিসারকে প্রতারণা করল অনলাইন জালিয়াতরা।
1/8
ব্যাঙ্ক লকার এগ্রিমেন্ট নিয়ে গ্রাহকদের কাছে বারবার মেসেজ আসছে। তবে এবার সেই ব্যাঙ্ক লকার এগ্রিমেন্ট নিয়েও অভিনব প্রতারণার জাল পেতেছে সাইবার অপরাধীরা। এমনিতেই অনলাইন প্রতারকদের দাপটে জেরবার গোটা দেশের মানুষ।
ব্যাঙ্ক লকার এগ্রিমেন্ট নিয়ে গ্রাহকদের কাছে বারবার মেসেজ আসছে। তবে এবার সেই ব্যাঙ্ক লকার এগ্রিমেন্ট নিয়েও অভিনব প্রতারণার জাল পেতেছে সাইবার অপরাধীরা। এমনিতেই অনলাইন প্রতারকদের দাপটে জেরবার গোটা দেশের মানুষ।
advertisement
2/8
মেসেজ কিংবা কল - যে ভাবেই হোক প্রলোভন দেখিয়ে তারা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। সম্প্রতি ব্যাঙ্ক লকার সংক্রান্ত বিষয়ে ফাঁদ পেতে এক অবসরপ্রাপ্ত ভারতীয় নেভি অফিসারকে প্রতারণা করল অনলাইন জালিয়াতরা। যার জেরে ওই ব্যক্তি ২.৩৭ লক্ষ টাকা খুইয়েছেন।
মেসেজ কিংবা কল - যে ভাবেই হোক প্রলোভন দেখিয়ে তারা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। সম্প্রতি ব্যাঙ্ক লকার সংক্রান্ত বিষয়ে ফাঁদ পেতে এক অবসরপ্রাপ্ত ভারতীয় নেভি অফিসারকে প্রতারণা করল অনলাইন জালিয়াতরা। যার জেরে ওই ব্যক্তি ২.৩৭ লক্ষ টাকা খুইয়েছেন।
advertisement
3/8
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অবসরপ্রাপ্ত নেভি অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিস চিটনিস মুম্বইয়ের বাসিন্দা। অভিযোগ, তিনি গত মাসে অজ্ঞাতপরিচয় এক ফোন কল পান। ফোনের ওপারে থাকা মহিলা নিজেকে জ্যোতি বলে পরিচয় দিয়েছিলেন। ওই কলার দাবি করেন যে, তিনি কান্দিভলি (ইস্ট)-এর অশোকনগরের সেই ন্যাশনালাইজড ব্যাঙ্কের কর্মী, যেখানে আশিস চিটনিসের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ওই কলার অবসরপ্রাপ্ত ওই অফিসারকে জানান যে, তাঁর ৬৬০০ টাকা লকার ফি বাকি রয়েছে। সঙ্গে সঙ্গে ওই লকার ফি জমা দেওয়া আবশ্যক।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অবসরপ্রাপ্ত নেভি অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিস চিটনিস মুম্বইয়ের বাসিন্দা। অভিযোগ, তিনি গত মাসে অজ্ঞাতপরিচয় এক ফোন কল পান। ফোনের ওপারে থাকা মহিলা নিজেকে জ্যোতি বলে পরিচয় দিয়েছিলেন। ওই কলার দাবি করেন যে, তিনি কান্দিভলি (ইস্ট)-এর অশোকনগরের সেই ন্যাশনালাইজড ব্যাঙ্কের কর্মী, যেখানে আশিস চিটনিসের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ওই কলার অবসরপ্রাপ্ত ওই অফিসারকে জানান যে, তাঁর ৬৬০০ টাকা লকার ফি বাকি রয়েছে। সঙ্গে সঙ্গে ওই লকার ফি জমা দেওয়া আবশ্যক।
advertisement
4/8
এর কয়েক সপ্তাহ পরে আশিস চিটনিস নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করেন। ব্যালেন্স কমে গিয়েছে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পান যে, ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁর দু’টি সেভিংস অ্যাকাউন্ট ২.৩৭ লক্ষ টাকা খোওয়া গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে যে, ইতিমধ্যেই ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছে।
এর কয়েক সপ্তাহ পরে আশিস চিটনিস নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করেন। ব্যালেন্স কমে গিয়েছে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পান যে, ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁর দু’টি সেভিংস অ্যাকাউন্ট ২.৩৭ লক্ষ টাকা খোওয়া গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে যে, ইতিমধ্যেই ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছে।
advertisement
5/8
বিষয়টা এখন তদন্তের অধীনে রয়েছে। আসলে মানুষকে লুঠ করার জন্য অনলাইন প্রতারকরা নতুন নতুন অভিনব পন্থা বার করছে। এর জন্য সতর্কতা আর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিষয়টা এখন তদন্তের অধীনে রয়েছে। আসলে মানুষকে লুঠ করার জন্য অনলাইন প্রতারকরা নতুন নতুন অভিনব পন্থা বার করছে। এর জন্য সতর্কতা আর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
6/8
সুরক্ষিত থাকার উপায়: ১. অযাচিত কোনও ফোন কল এলে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা একেবারেই উচিত নয়। এর মধ্যে অন্যতম হল সোশ্যাল সিকিউরিটি নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর এবং পাসওয়ার্ড।
সুরক্ষিত থাকার উপায়: ১. অযাচিত কোনও ফোন কল এলে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা একেবারেই উচিত নয়। এর মধ্যে অন্যতম হল সোশ্যাল সিকিউরিটি নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর এবং পাসওয়ার্ড।
advertisement
7/8
২. এমন মেসেজ কিংবা ই-মেল এড়িয়ে যাওয়া উচিত, যেখানে লিঙ্ক ক্লিক করার কিংবা অ্যাটাচমেন্ট ওপেন করার নির্দেশ দেওয়া থাকে। এই লিঙ্ক চলে যেতে পারে ফিশিং ওয়েবসাইটে। যা তৈরি করা হয় ব্যক্তিগত তথ্য চুরি করার জন্যই।
২. এমন মেসেজ কিংবা ই-মেল এড়িয়ে যাওয়া উচিত, যেখানে লিঙ্ক ক্লিক করার কিংবা অ্যাটাচমেন্ট ওপেন করার নির্দেশ দেওয়া থাকে। এই লিঙ্ক চলে যেতে পারে ফিশিং ওয়েবসাইটে। যা তৈরি করা হয় ব্যক্তিগত তথ্য চুরি করার জন্যই।
advertisement
8/8
৩. এর পাশাপাশি এমন বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে, যা কম ঝুঁকিতে উচ্চ রিটার্ন দেওয়ার কথা বলে। কারণ এই ধরনের বিনিয়োগ কিন্তু প্রতারকদের ফাঁদ হতে পারে।
৩. এর পাশাপাশি এমন বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে, যা কম ঝুঁকিতে উচ্চ রিটার্ন দেওয়ার কথা বলে। কারণ এই ধরনের বিনিয়োগ কিন্তু প্রতারকদের ফাঁদ হতে পারে।
advertisement
advertisement
advertisement