বারবার কি লকার সংক্রান্ত মেসেজ কিংবা কল আসছে? সাবধান! এখানেও কিন্তু ফাঁদ পেতেছে অনলাইন প্রতারকরা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সম্প্রতি ব্যাঙ্ক লকার সংক্রান্ত বিষয়ে ফাঁদ পেতে এক অবসরপ্রাপ্ত ভারতীয় নেভি অফিসারকে প্রতারণা করল অনলাইন জালিয়াতরা।
advertisement
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অবসরপ্রাপ্ত নেভি অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিস চিটনিস মুম্বইয়ের বাসিন্দা। অভিযোগ, তিনি গত মাসে অজ্ঞাতপরিচয় এক ফোন কল পান। ফোনের ওপারে থাকা মহিলা নিজেকে জ্যোতি বলে পরিচয় দিয়েছিলেন। ওই কলার দাবি করেন যে, তিনি কান্দিভলি (ইস্ট)-এর অশোকনগরের সেই ন্যাশনালাইজড ব্যাঙ্কের কর্মী, যেখানে আশিস চিটনিসের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ওই কলার অবসরপ্রাপ্ত ওই অফিসারকে জানান যে, তাঁর ৬৬০০ টাকা লকার ফি বাকি রয়েছে। সঙ্গে সঙ্গে ওই লকার ফি জমা দেওয়া আবশ্যক।
advertisement
এর কয়েক সপ্তাহ পরে আশিস চিটনিস নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করেন। ব্যালেন্স কমে গিয়েছে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পান যে, ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁর দু’টি সেভিংস অ্যাকাউন্ট ২.৩৭ লক্ষ টাকা খোওয়া গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে যে, ইতিমধ্যেই ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement









