TRENDING:

লাম্পসাম ইনভেস্টমেন্ট কী, কীভাবে কাজ করে? মূল বিষয়গুলো জেনে রাখলে বিনিয়োগে লাভই লাভ!

Last Updated:

এতে একবার বিনিয়োগ করলেই ঝামেলা মিটে যায়, কিস্তিতে বিনিয়োগ বারবার লেনদেনের দরকার হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লাম্পসাম ইনভেস্টমেন্ট হল, কোনও প্রকল্পে নির্দিষ্ট সময়ের জন্য এককালীন বিনিয়োগ। সোজা কথায়, যখন কোনও আমানতকারী মিউচুয়াল ফান্ড বা অন্য কোনও স্কিমে নির্দিষ্ট সময়ের জন্য এক লপ্তে মোটা টাকা বিনিয়োগ করেন, সেটাই লাম্পসাম ইনভেস্টমেন্ট। বেশিরভাগ বিনিয়োগকারীই লাম্পসাম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন কারণ এতে একবার বিনিয়োগ করলেই ঝামেলা মিটে যায়, কিস্তিতে বিনিয়োগ বারবার লেনদেনের দরকার হয় না।
advertisement

ধরা যাক কেউ মোটা টাকা বোনাস পেলেন। সমস্ত বাধ্যবাধকতা এবং খরচ মেটানোর পরেও তাঁর হাতে মোটা অঙ্কের টাকা বেঁচে গেল। তখন তিনি লাম্পসাম ইনভেস্টমেন্ট প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন। যখন কোনও বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান এবং তার সঙ্গে জড়িত সম্ভাব্য ঝুঁকি নিতে পিছ-পা হন না, সেই পরিস্থিতিতে পরিবর্তনশীল বিনিয়োগ কৌশল হিসেবে বিনিয়োগকারীকে লাম্পসাম ইনভেস্টমেন্টের সুপারিশ করা হয়।

advertisement

আরও পড়ুন: সেনার অস্ত্রসজ্জায় বিপুল বরাদ্দ! বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা

তবে বিনিয়োগের আগে বিনিয়োগকারীকে রিটার্নের হার গণনা করে দেখে নিতে হবে। লাম্পসাম ক্যালকুলেটর বিনিয়োগের মেয়াদ শেষে বিনিয়োগকারী যে পরিমাণ টাকা পেতে পারেন তা অনুমান করতে সাহায্য করে। বিনিয়োগকারীকে নির্বাচিত বিনিয়োগ স্কিম আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করবে, না কি, করবে না, তা বুঝতেও সাহায্য করে লাম্পসাম ক্যালকুলেটর।

advertisement

বিনিয়োগ করার জন্য যাঁদের হাতে প্রচুর টাকা রয়েছে তাঁরাই লাম্পসাম ইনভেস্টমেন্টে লাভবান হতে পারেন। পাশাপাশি তিনি কতটা ঝুঁকি নিতে পারবেন তার উপর নির্ভর করে মেয়াদ নির্বাচনও করতে পারেন বিনিয়োগকারী। একসঙ্গে যাঁরা প্রচুর টাকা বিনিয়োগ করতে চান, তাঁরা লাম্পসাম বিনিয়োগকে সুবিধাজনক মনে করেন।

আরও পড়ুন: পেট্রোল, ডিজেল, সোনা! বাজেটে কোন আইটেমগুলির দাম বাড়তে পারে? দেখে নিন একনজরে!

advertisement

মিউচুয়াল ফান্ডে লাম্পসাম ইনভেস্টমেন্ট: লোভাক ক্যাপিটালের প্রতিষ্ঠাতা এবং সিইও জ্যোতি ভান্ডারি বলেছেন, লো মার্কেট এনভায়রনমেন্টে লাম্পসাম বিনিয়োগে বেশি সুবিধা পাওয়া যায়। তাঁর কথায়, হাই মার্কেট এনভায়রনমেন্টে লাম্পসাম বিনিয়োগ করলে ভবিষ্যতে পোর্টফোলিওর অবমূল্যায়ণ ঘটতে পারে। তাই মূল্যায়ণ নিচের দিকে থাকলে আরও উপযুক্ত বাজারের অবস্থার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, মিউচুয়াল ফান্ডে লাম্পসাম ইনভেস্টমেন্ট অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য। যাঁরা বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন তাঁরা এখানে বিনিয়োগ করতে পারেন।

advertisement

লাম্পসাম ইনভেস্টমেন্ট প্ল্যান ক্যালকুলেটর- এটি কীভাবে সাহায্য করে: লাম্পসাম ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের একটা অনুমান দেয়। অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা রিটার্ন মিলতে পারে তার আন্দাজ পাওয়া যায়। এই ক্যালকুলেটর ব্যবহার করা সহজ। বিনামূল্যে তাৎক্ষণিক ফলাফল দেয়, ফলে বিনিয়োগকারীদের সময়ও বাঁচে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লাম্পসাম ইনভেস্টমেন্ট কী, কীভাবে কাজ করে? মূল বিষয়গুলো জেনে রাখলে বিনিয়োগে লাভই লাভ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল