রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও কুটির শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে জানান. এই প্রকল্পে বেকার ছেলেমেয়েরা ৫ লক্ষ টাকা পর্যন্ত মুলধনের ব্যবসা করতে পারবে কোনও জামিনদার ছাড়াই। যার দশ শতাংশ সর্বাধিক ২৫ হাজার টাকা রাজ্য সরকার ভরতুকি দেবে। বাকি টাকা ব্যাঙ্ক থেকে ঋন হিসেবে পাবে। এই ঋনের ৮৫ শতাংশ সিজিটিএমএসই এবং বাকি ১৫ শতাংশ রাজ্য সরকার জামিনদার হবে।
advertisement
আরও পড়ুন: LIC ADO পরীক্ষার ফলাফল প্রকাশিত ! কীভাবে দেখবেন জেনে নিন
১৮ থেকে ৪৫ বছর বয়সি বেকার ছেলেমেয়েদের এই প্রকল্পের সুবিধা পেতে শিক্ষাগত যোগ্যতা বা পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা দেখা হবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একাধিক সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে এই প্রকল্পের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে সোমবারই রাজ্যে দুয়ারে সরকার শিবিরে সরকারি ৩৩ প্রকল্পের পরিষেবা পাওয়ার আবেদন পর্ব শেষ হল। নবান্ন জানিয়েছে, বুথ ভিত্তিক ৯৪ হাজার ৩৭৭ টি শিবিরে ৫৮ লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ৩২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়