পারফিউম বা সুগন্ধি নাকে ঘ্রাণ এলে আবার অনেক সময় পুরনো কোনও বন্ধু বান্ধবের কথা মনে পড়ে যায়। হয়ত কোনও সময় কারও সঙ্গে আলাপ হয়েছিল বা কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে এমন সুগন্ধি মেখেছিল যেটা আপনার অনেকটা ভাল লেগেছিল। ঠিক কিছুদিন পরে সেই একই সুগন্ধি আপনি হঠাৎ কারও সঙ্গে দেখা করতে গিয়ে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় পেলেন। ঠিক সেই সময় আপনার সেই বন্ধু, বান্ধবের কথা মনে পড়ে যায়। স্বাভাবিক ভাবে সুগন্ধি আমাদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার সেই হাতের তৈরি করা সুগন্ধি পাবেন আসানসোলে।
advertisement
আরও পড়ুন: ‘দিদিকে বলো’র পর এবার ‘এক ফোনে খোকন’! চালু বিধায়কের নয়া হেল্পলাইন, জানুন খুঁটিনাটি
পশ্চিম বর্ধমানের সুগন্ধি প্রস্তুতকারক অনুশ্রী হাইত বলেন, “বাড়িতে প্রথমে তৈরি করেছিলাম। দিয়ে পরীক্ষা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের মধ্যে টেস্ট করে সফল হয়েছিলাম। দেখলাম তারা ভাল প্রতিক্রিয়া পাচ্ছি। এরপরে তখন থেকে বাইরেও বিক্রি হচ্ছে”। আসানসোল মহিশিলা কলোনির অন্তর্গত চক্রবর্তী মোড় এলাকার বাসিন্দা অনুশ্রী হাইত বড়ুয়া। তিনি বেশ কয়েক বছর থেকে নিজের বাড়িতেই নিজের হাতেই পারফিউম তৈরি করছেন। তার কাছে পাওয়া যাবে বিভিন্ন সুগন্ধি বা পারফিউম। উগ্র, মিষ্টি, হালকা থেকে বিভিন্ন ধরণের পেয়ে যাবেন সুগন্ধি। তিনি গৃহ শিক্ষকতার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে এই পারফিউম বা সুগন্ধি বানিয়ে চলেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার নিজের হাতের তৈরি এই পারফিউম দিয়ে বিভিন্ন মেলাতে ষ্টল দিচ্ছেন, পাশাপাশি তার তৈরি পারফিউম বাইরের অনেকে নিতে আসছেন। আপনি চাইলেও নিতে পারবেন কুরিয়ার ডেলিভারির মাধ্যমে। স্বাভাবিকভাবে তার তৈরি পারফিউম বা সুগন্ধি বিক্রি হচ্ছে ভাল রকম। যার ফলে এলাকায় একটা ভাল সাড়া পড়েছে এবং নিজে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন।