TRENDING:

Loan For Business: ব্যবসার জন্য টাকা চাই? কম সুদে ঋণ দিচ্ছে এই ব্যাঙ্কগুলো, জেনে নিন বিশদে!

Last Updated:

Loan For Business: বর্তমানে করোনা পরিস্থিতিতে রেপো রেটের হার খুবই কম রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সব ধরনের খুচরো ঋণে সুদের হারও কমে এসেছে। ব্যবসার জন্য টাকা চাই? কম সুদে ঋণ দিচ্ছে এই ব্যাঙ্কগুলো, জেনে নিন বিশদে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টার্ট আপের নতুন জোয়ার এসেছে দেশে। এই আবহে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। কিন্তু ব্যবসায় নামতে গেলে সবার আগে দরকার পুঁজি। এই প্রতিযোগিতার বাজারে বিভিন্ন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ব্যবসা করার জন্য নির্ঝঞ্ঝাটে ঋণ দেওয়ার জন্য বসে আছে। নতুন প্রজেক্ট শুরু, বর্তমান ব্যবসার কলেবর বৃদ্ধি, নতুন যন্ত্রপাতি কেনা, অফিস ভাড়া নেওয়া বা এই সংক্রান্ত আরও নানা প্রয়োজনে ব্যবসায়িক লোন পাওয়া যেতে পারে (Loan For Business)।
Bank Loan In Low Interest
Bank Loan In Low Interest
advertisement

বর্তমানে করোনা পরিস্থিতিতে রেপো রেটের হার খুবই কম রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সব ধরনের খুচরো ঋণে (Loan For Business) সুদের হারও কমে এসেছে। তাই ব্যবসার জন্য লোন নেওয়ার এটাই সেরা সময়। তবে যে কোনও ব্যবসায়িক লোনের জন্য আবেদন করার আগে সুদের হার, লোনের মেয়াদ, প্রসেসিং ফি এবং লোন নম্বর, ন্যূনতম আইটিআর শর্ত, কোম্পানির লেনদেন এবং ওভার ড্রাফটের সুবিধার মতো প্রোডাক্টের বৈশিষ্ট্য ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। এখানে সস্তায় ঋণ দিচ্ছে (Loan For Business) এমন কয়েকটি ব্যাঙ্কের সুলুক সন্ধান দেওয়া হল।

advertisement

আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: খুব কম সুদে ব্যবসায়িক ঋণ দিচ্ছে দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক এসবিআই। চলতি মাসে পাঁচ বছরের মেয়াদে ৫০ লাখ থেকে ১ কোটি টাকার জন্য ১১.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। তবে এর জন্য ২ থেকে ৩ শতাংশ হারে প্রসেসিং ফি দিতে হবে। তা সত্ত্বেও অন্যান্য ব্যাঙ্কের তুলনায় সুদের হার কম।

advertisement

এইচডিএফসি ব্যাঙ্ক: দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি-ও সুলভে ঋণ দিচ্ছে। চলতি মার্চে ১৬ শতাংশ হারে ঋণ পাওয়া যাচ্ছে। এর জন্য ৪৯৯ টাকা প্রসেসিং ফি নেওয়া হচ্ছে। বর্তমানে ৬ থেকে ৪৮ মাসের জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে এইচডিএফসি।

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা রাখলেই গুণতে হবে ১০ টাকা ভাড়া! কেন জানেন?

advertisement

অ্যাক্সিস ব্যাঙ্ক: ব্যবসার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। ১২ থেকে ৩৬ মাসের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। সুদের হার থাকছে ১৫ শতাংশ। তবে ব্যবসার ধরন এবং ঋণের পরিমাণের উপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আইসিআইসিআই ব্যাঙ্ক: ১৬ শতাংশ সুদের হারে ব্যবসায়িক ঋণ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ঋণ মিলতে পারে ৪০ লক্ষ টাকা পর্যন্ত। পরিশোধের সময় ৬ থেকে ৪৮ মাস। তবে ব্যবসার ধরন এবং ঋণের পরিমাণের উপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Loan For Business: ব্যবসার জন্য টাকা চাই? কম সুদে ঋণ দিচ্ছে এই ব্যাঙ্কগুলো, জেনে নিন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল