সম্প্রতি ভলভো ঘোষণা করেছে একটি ইলেকট্রিক গাড়ির। যেটির মডেল নম্বর XC40। কী থাকছে এই গাড়িতে? প্রথমত এই গাড়িতে থাকছে শক্তিশালী 78kWh ব্যটারি। থাকতে পারে ১১ কিলো ওয়াটের এসি চার্জার অথবা ১৫০ কিলো ওয়াটের ডিসি চার্জার। এই গাড়িটিতে চার্জ দিতেও বেশি সময় লাগবে না। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাড়িটিতে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। এই ইলেকট্রিট এসইউভি গাড়িটি বর্তমান XC40–এর থেকে স্টাইল ও লুকের দিক থেকে অনেকখানি আলাদা। এই গাড়িটির চার্জি পয়েন্ট থাকছে গাড়িটির পিছন দিকে। এর আগে চার্জি পয়েন্ট থাকত সামনের দিকে। আর সবচেয়ে বড় কথা গাড়ির মাইলেজ। একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি চলতে পারে ৪০০ কিলোমিটার পথ। যা এককথায় অবিশ্বাস্য। সেই কারণেই সংস্থা মনে করছে গাড়িটি বাজারে এলেই সাধারণ মানুষের মধ্যে এটির চাহিদা তুঙ্গে উঠবে। কারণ, আর যত গাড়ি আছে, সেগুলির মাইলেজ এই পর্যায়ে পৌঁছতে পারেনি। এছাড়া, গাড়িতে থাকছে শক্তিশালী ইলেকট্রিক মটোর। যার সাহায্য এটি মাত্র ৪.৯ সেকেন্ডে ১ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে।
advertisement