TRENDING:

Vistara Anniversary Sale: হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা ! অবিশ্বাস্য কম দামে বিমানের টিকিট ভিস্তারার

Last Updated:

Vistara offers flight tickets from Rs 977: দু’দিন ধরে এই অ্যানিভার্সারি অফার (Vistara 7th Anniversary Offer) চলবে ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ট্রাভেলের ক্ষেত্রেই দারুণ কম দামে পাওয়া যাচ্ছে বিমানের টিকিট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘সপ্তম অ্যানিভার্সারি অফার’ উপলক্ষ্যে টিকিটের উপর দারুণ সেল শুরু হয়েছে ভিস্তারার ৷ দু’দিন ধরে এই অ্যানিভার্সারি অফার (Vistara 7th Anniversary Offer) চলবে ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ট্রাভেলের ক্ষেত্রেই দারুণ কম দামে পাওয়া যাচ্ছে বিমানের টিকিট ৷
File Photo
File Photo
advertisement

আরও পড়ুন-নিউটনের ‘চতুর্থ’ সূত্রের সাহায্যে বুঝিয়েছে অতিমারী, স্কুল-শিশুর কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা!

আজ, শুক্রবার ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এই অফার চলছে ৷ যেখানে ডোমেস্টিক রুটে টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ৯৭৭ টাকা থেকে ৷ ইকনমি ক্লাসে ন্যূনতম ৯৭৭ টাকা, প্রিমিয়াম ইকনমি ২৬৭৭ টাকা এবং মাত্র ৯৭৭৭ টাকায় বিজনেস ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে ৷ ভিস্তারার ওয়েবসাইটে এমনটাই উল্লেখ রয়েছে (Vistara offers flight tickets from Rs 977) ৷ ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত এই অফারে ট্রাভেল করার সুযোগ রয়েছে ৷

advertisement

আরও পড়ুন-চাকরির সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসা; ১৫ মিনিট সময় দিয়েই প্রতি মাসে করতে পারবেন মোটা আয়!

advertisement

ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রেও দারুণ কম দামে টিকিট পাওয়া যাচ্ছে ভিস্তারার ৷ দিল্লি-ঢাকা রুটে ইকনমি ক্লাসের টিকিট শুরু হচ্ছে মাত্র ১৩,৮৮০ টাকা থেকে ৷ মুম্বই-মলদ্বীপ রুটে প্রিমিয়াম ইকনমির ভাড়া ১৯,৭১১ টাকা এবং মুম্বই-সিঙ্গাপুর রুটে বিজনেস ক্লাসের ভাড়া ৪৭,৯৮১ টাকা ৷ বিজনেস ক্লাস টিকিট হিসেবে দাম অনেকটাই কম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় এখন বিমান পরিষেবা পুনরায় ধাক্কা খেয়েছে ৷ খুব প্রয়োজন ছাড়া অনেকেই হয়তো চাইবেন না এই মুহূর্তে কোথাও ট্রাভেল করতে ৷ তবে এই অফারে টিকিট কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ট্রাভেল করার সুযোগ থাকছে ৷ তাই আর দেরি না করে আজই কেটে ফেলুন নিজের গন্তব্যের বিমানের টিকিট ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara Anniversary Sale: হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা ! অবিশ্বাস্য কম দামে বিমানের টিকিট ভিস্তারার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল