TRENDING:

Vistara Festive Sale: ভাড়া শুরু মাত্র ১৪৯৯ টাকা থেকে! ভিস্তারার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে ফেস্টিভ সিজন সেল

Last Updated:

ভিস্তারার ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস- তিনটি কেবিন ক্লাসের জন্যই মোট ভাড়ার উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টাটা মালিকানাধীন ভিস্তারা এয়ারলাইন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের বিভিন্ন ফ্লাইট টিকিটে আকর্ষণীয় সেল অফার করছে। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস- তিনটি কেবিন ক্লাসের জন্যই মোট ভাড়ার উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
ভিস্তারার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে ফেস্টিভ সিজন সেল (Photo: Collected)
ভিস্তারার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে ফেস্টিভ সিজন সেল (Photo: Collected)
advertisement

এই অফার শুরু হয়েছে আজ অর্থাৎ ১৭ অক্টোবর থেকে এবং আগামী দু’দিন ১৯ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত যাত্রীরা ডোমেস্টিক ফ্লাইটে ডিসকাউন্টে টিকিট বুক করতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, যাত্রীরা মোট ৭২ ঘণ্টার জন্য এই অফার পাবেন। অফারের আওতায় থাকা যাত্রার সময়সীমা ২৩ অক্টোবর ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে।

advertisement

এবারে জানা যাক কোন ক্লাসের জন্য কত অফার মিলছে। সমস্ত ডোমেস্টিক ফেয়ারে ওয়ান-ওয়ে ফ্লাইটে ইকোনমিক ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ১,৪৯৯ টাকা থেকে, প্রিমিয়াম ইকোনমিক ক্লাসের জন্য ১,৯৯৯ টাকা, এবং বিজনেস ক্লাসের জন্য ৮,৯৯৯ টাকা থেকে শুরু হবে।

আরও পড়ুন- ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে! দাবি কোমা থেকে ফেরা নার্সের; সম্পর্কও এখন আগের চেয়ে মজবুত

advertisement

advertisement

অন্য দিকে, আন্তর্জাতিক রুটে সমস্ত ট্যাক্স ও অন্যান্য পরিবহন খরচ মিলিয়ে ইকোনমি ক্লাসের জন্য ১৪,১৪৯ টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে, প্রিমিয়াম ইকোনমির জন্য ১৮,৪৯৯ টাকা এবং বিজনেস ক্লাসের জন্য ৪২,৪৯৯ টাকা থেকে চার্জ শুরু। যাত্রীরা আগামী ৪ দিনের জন্য বুকিংয়ের সুবিধা পাবেন, আগামী ১৭ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ২০, অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।

advertisement

ভিস্তারার চিফ কমার্সিয়াল অফিসার দীপক রাজাওয়াত জানিয়েছেন যে, ‘আগামী উৎসবের মরশুমকে আরও আনন্দদায়ক, আরও রঙিন ও স্মৃতিমধুর করে তুলতে ভ্রমণের বিকল্প নেই। পরিবারের কাছাকাছি আসা, পরিবারের সঙ্গে সময় কাটানোর এই আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে আমরা আমাদের গ্রাহকদের আকর্ষণীয় ছাড়ে ভারতের সেরা এয়ারলাইন ফ্লাইটে ভ্রমণ করার সুযোগ দিতে চেয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের গ্রাহকরা তাঁদের পছন্দের এয়ারলাইন হিসেবে ভিস্তারাকে তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেবেন।”

আরও পড়ুন- ৩৩ বছর পর প্রমাণ হল অভিযুক্ত নাবালক! মুক্তি মিলল আরও ১০ বছর পর

যাত্রীরা ভিস্তারার ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, ভিস্তারার এয়ারপোর্ট টিকিট অফিস, এয়ারলাইনের কল সেন্টার, অনলাইন ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। এই সীমিত অফারে টিকিটের ওপর সরাসরি চ্যানেল ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট/সফট বেনিফিট প্রযোজ্য হবে না। যাত্রীরা এই বুকিংয়ের জন্য কোনও রকমের ভাউচার ব্যবহার করতে পারবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

সম্প্রতি ভিস্তারা 'সেরা এয়ারলাইন' পুরস্কারের বিজয়ী হয়েছে। অন্য দিকে, এয়ারলাইনটি সম্প্রতি দ্বিতীয়বারের মতো 'ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন' হিসেবেও স্বীকৃতি লাভ করেছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara Festive Sale: ভাড়া শুরু মাত্র ১৪৯৯ টাকা থেকে! ভিস্তারার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে ফেস্টিভ সিজন সেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল