সেই বৈঠকে ই বিভিন্ন বাজারে বাজারে টাস্ক ফোর্স যাওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন মুখ্য সচিব। তারপরেই আগামীকাল থেকে শুরু হচ্ছে বাজারে বাজারে পরিদর্শন। মূলত, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্য সচিব দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আজ জরুরি বৈঠক হয় নবান্নে। দ্রব্যমূল্য বৃদ্ধি দশ দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে তেমনটাই আশা করছে রাজ্য।
advertisement
নবান্নের তরফে জানানো হয়েছে, সুফল বাংলার মাধ্যমে নির্দিষ্ট মূল্যে পাওয়া যাচ্ছে সবজি। তবে সব বাজারের দিকে তাকালে কার্যত পকেটে টান পড়ছে মধ্যবিত্ত সমাজের। জিরের দামও এখন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাজারে এই মুহূর্তে গোটা সাধারণ জিরের দাম প্রতি কেজি ৮০০থেকে ৮৫০ টাকা। তবে জিরের দাম মাস খানেকের মধ্যে এক হাজার টাকা প্রতি কেজিতে পৌঁছনর সম্ভাবনা রয়েছে বলে বক্তব্য পোস্তা বাজারের ব্যবসায়ীদের।
আরও পড়ুন, মেসেজ তো আমরা সকলেই করি! কিন্তু বিশ্বের প্রথম SMS-টি কী? সময় থাকতে জেনে নিন এখনই
আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বৃষ্টি , উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা… জানুন সর্বশেষ আপডেট
কিন্তু কেন এতটা চড়া জিরের দাম? জানা গিয়েছে, গতবার প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য জিরের ফলনে কম হয়েছিল। এবার জিরের ফলন গতবারের থেকে বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অত্যধিক অনাবৃষ্টির জিরের ফলন একেবারে হয়নি বলা চলে। যার ফলে সেই দেশগুলিতেও জিরে রফতানি বেড়েছে।