এই অবস্থায় আপনার ভরসা ইউপিআই কিংবা কার্ডে পেমেন্ট। কিন্তু ছোট দোকানে ইউপিআই কিংবা কার্ডে পেমেন্টর অপশন না থাকলে, তাহলে আপনি বড়সড় সমস্যায় পড়তে বাধ্য।
এবার এই সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের এই ব্যবস্থার ফলে এমন সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা যাচ্ছে। CNBC সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এটিএম-এ ছোট নোটের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আরবিআই। ছোট নোট না পাওয়ার অনেক অভিযোগ রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রচুর আসতে শুরু করেছিল। জানা যাচ্ছে, সরকারও এখন এই পদক্ষেপে রাজি হয়েছে।
advertisement
সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক শুধুমাত্র এটিএম-এ ছোট নোটের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে না, এর পাশাপাশি বিভিন্ন অপশন নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে। এটিএম-এ ছোট নোটের সংখ্যা বাড়াতে সরকার নির্দেশিকাও জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, সরকার UPI ভিত্তিক এটিএম বসানোর কথাও ভাবছে। UPI মাধ্যমে দিনভর প্রচুর টাকার লেনদেন চলে। এখন UPI নির্ভর এটিএম হলে সাধারণ মানুষের বিপুল সুবিধা হবে। সেক্ষেত্রে কার্ড নির্ভরতা একলাফে অনেকটাই কমে যাবে। সাধারণ মানুষ এই UPI ভিত্তিক এটিএম থেকে ছোট নোট তুলতে পারবেন।
আরও পড়ুন, কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
আরও পড়ুন, যা রটেছিল, তা ঘটল না! প্রণবপুত্র নন, সাগরদিঘিতে দেবাশিসই তৃণমূলের ভরসা
চলতি মাসে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে অনেক পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে ইউপিআই এটিএম থেকে শুরু করে বাজারে আরও ছোট নোট নিয়ে আসার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরবিআই এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি।