ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করতে আগে আঞ্চলিক পরিবহণ অফিসে (RTO) গিয়ে কাগজে কলমে আবেদন করতে হতো। ওই প্রক্রিয়ায় অনেক সময় লাগত। তবে এখন চালকদের এই লম্বা আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না। বাড়িতে বসেই খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করা যায়। এর জন্য চালকেরা ভারত সরকারের এমপরিবহন অ্যাপ (mParivahan) ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিজের ঠিকানা আপডেট করা যাবে। এমপরিবহন অ্যাপের মাধ্যমে কীভাবে ঠিকানা পরিবর্তন করা যায় তা স্টেপ বাই স্টেপ নিচে আলোচনা করা হল।
advertisement
আরও পড়ুন EPFO: পিএফ ফান্ডে সরকার দিতে চলেছে ৮১,০০০ টাকা, আপনার এল কি না বুঝবেন কীভাবে?
অফিসিয়াল ওয়েবসাইটে (parivahan.gov) গিয়ে ‘অনলাইন পরিষেবা’-এর অধীনে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে ‘ড্রাইভিং লাইসেন্স পরিষেবা’ অপশনে ক্লিক করতে হবে।
ড্রপ-ডাউন মেনু থেকে রাজ্য নির্বাচন করতে হবে এবং তারপরে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন অপশনটি বেছে নিতে হবে।
এরপর ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে এবং স্ক্রিনে নির্ধারিত শূন্যস্থানে ‘ড্রাইভিং লাইসেন্স নম্বর’ এবং ‘জন্ম তারিখ’ প্রদান করতে হবে।
এরপর ‘ডিএল ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সে দেওয়া তথ্য সঠিক কি না তা নিশ্চিত করতে হবে।
এরপর ‘আরটিও’ অপশনটি বেছে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যেতে হবে।
সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং ‘ডিএল ঠিকানা পরিবর্তন’ অপশনের পাশের বক্সে ক্লিক করে টিক করতে হবে।
স্থায়ী এবং বর্তমান ঠিকানা পরিবর্তন করে প্রদত্ত তথ্য যাচাই করে নিতে হবে।
সমস্ত তথ্য যথাযথভাবে পূরণ করার পর ২০০ টাকা প্রসেসিং ফি প্রদান করতে হবে। এরপর চালকের ঠিকানা তার ড্রাইভিং লাইসেন্সে আপডেট করে দেওয়া হবে।