TRENDING:

Unique Expensive Paan: বাইরে সোনা ভিতরে রুপো! পানের দামে হয়ে যাবে ব্র্যান্ডেড জুতো বা সানগ্লাস, কোথায় পাবেন?

Last Updated:

Unique Expensive Paan: এই বিশেষ ধরনের পান ভিতরে রুপো এবং বাইরে সোনা দিয়ে বাঁধানো। সেই সোনার উপরে জাফরান লাগিয়ে ক্রেতাদের পান বিক্রি করা হয়। লখনউয়ের এই পান নিয়ে সম্প্রতি তুমুল আলোচনা শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের পানের শহর বললে আমাদের মনে বেনারসের কথাই হয়তো সবার আগে আসবে, কিন্তু শৌখিন পানের শহর বলতে লখনউয়ের জুড়ি মেলা ভার। এই শহরে এমন কিছু পানের দোকান রয়েছে যেখানে ব্র্যান্ডেড জুতো বা ব্র্যান্ডেড সানগ্লাসের থেকেও দামি পান বিক্রি হয়। এই ধরনের পানের নাম গোল্ডেন পান। এই বিশেষ ধরনের পান ভিতরে রুপো এবং বাইরে সোনা দিয়ে বাঁধানো। সেই সোনার উপরে জাফরান লাগিয়ে ক্রেতাদের পান বিক্রি করা হয়। লখনউয়ের এই পান নিয়ে সম্প্রতি তুমুল আলোচনা শুরু হয়েছে। এই পান তৈরি করেছেন সঞ্জয় কুমার চৌরাসিয়া।
advertisement

তবে বরাবরই সঞ্জয়ের পানের দোকান ছিল না। করোনার সময় তাঁর ক্যাটারিং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি নতুন কিছু নিয়ে ব্যবসা করার কথা ভাবছিলেন। তারপরেই তার মাথায় আসে সোনার পান বানানোর কথা।

এই শাহি সোনার পান তৈরি করতে সময় লাগে আধ ঘণ্টা। এটি ২৪ ক্যারাট সোনার একটি স্তর দিয়ে আবৃত। সোনা-রুপো এবং জাফরানের সমন্বয়ে এই পানের স্বাদও না কি অনন্য। এই বিশেষ পানটির ৯৯৯ টাকা।

advertisement

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আশিয়ানা চৌরাস্তায় অবস্থিত রাষ্ট্রীয় পান দরবারে পানপ্রেমীরা এই বিশেষ পানটির খোঁজ পাবেন। দোকানের মালিক সঞ্জয় জানিয়েছেন যে ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিনি দোকান শুরু করেন। কিছুদিন পর থেকেই এখানে তাঁর দোকানের পানের চর্চা বাড়তে থাকে।

আরও পড়ুন- ১০ হাজার টাকার মাসিক SIP-তে ৪.৮৭ কোটি টাকা! গ্রাহককে মালামাল করে দিয়েছে এই মিউচুয়াল ফান্ড!

advertisement

স্থানীয়রা সহ অন্যান্য শহরের মানুষরাও এর স্বাদ পছন্দ করতে শুরু করেছেন। শিশু থেকে বৃদ্ধ সবাই আনন্দের সঙ্গে এই পান খাচ্ছেন। মহিলা এবং মেয়েদের কাছেও এই পানের কদর রয়েছে।

এখানে পানের জন্য বিশেষ ক্যানও প্রস্তুত করা হয়। ১০ বছর বয়সী খুদে যুবরাজ সিং এখানকার এক গ্রাহক, তিনি এখানকার চকোলেট পান খুব পছন্দ করেন। অন্য আরেক কাস্টমার কামরান জানান, তাঁর মা ও বোন এখানকার সমস্ত স্বাদের পানই খেয়ে দেখেছেন। যদিও তাঁর খাস পছন্দ নবরত্ন পান।

advertisement

আরও পড়ুন-স্টেটাস চেক করা এখন আরও সহজ, দেখে নিন ই-ফাইলিং পোর্টালে কয়েক ক্লিকে এভাবে!

কী কী স্বাদের পান রয়েছে দোকানে?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চকোলেট পান, নবরত্ন পান, মোদক পান, মিষ্টি পান, রয়্যাল পান, মালাই পান, লাল চেরি পান, হায়দরাবাদি পান, গুলাব পান, মতিচুর চকনাচুর পান, সুলতানি পান, জন্নত পান, কুলফি পান, আইসক্রিম পান, ব্ল্যাক ফরেস্ট পান, চকোবেরি পান, বাদামি পান, ক্রাঞ্চি পান, ফ্রুটি পান, পিস্তাচিও পান, কোহিনূর পান, হানি নাটস পান, ড্রাই ফ্রুট পান, আঞ্জির পিস্তা পান এবং ব্লুবেরি পান সহ আরও অনেক স্বাদবাহার। সঞ্জয় কুমার জানান, তিনি তাঁর দোকানে কোনও ধরনের নেশাধরানো মশলা রাখেন না। তাঁর পানে শুধুমাত্র সোনা-রুপো, জাফরান এবং কিছু শুকনো ফল মেশানো থাকে। এগুলো মিশিয়েই তিনি পানের মশলা বানান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Unique Expensive Paan: বাইরে সোনা ভিতরে রুপো! পানের দামে হয়ে যাবে ব্র্যান্ডেড জুতো বা সানগ্লাস, কোথায় পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল