আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
এবার থেকে যেসব চাকরিজীবীরা আয়কর দেবেন, তারা নিজেদের আয়ের উপর ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। অর্থাৎ যা আয় হবে, সেখান থেকে ৭৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি আয়ের অঙ্ক করযোগ্য হবে। একেই বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই সুবিধা পান চাকরিজীবী এবং পেনশনভোগীরা এই সুবিধা পান।
advertisement
আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ
২০১৯ সালে শেষ বার এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ শেষ বার বাড়ানো হয়েছিল। সেই বারই এই ডিডাকশনের পরিমাণ ৫০ হাজার টাকা করা হয়। বর্তমানে পুরনো এবং নতুন কর কাঠামোয় এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০ হাজার টাকা। এবার থেকে নতুন ট্যাক্স কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা করা হয়েছে। ফ্যামিলি পেনশনারদের জন্য এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।