কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন। সরকার যদি এটি মেনে নেয়, তাহলে কর্মচারীদের বেতন বিপুল বাড়তে পারে। কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ২৬ হাজার টাকা।
করোনার সময় ১৮ মাস ডিএ বাড়ানো হয়নি। কেন্দ্রীয় সরকার ১লা জুলাই ২০২১ সালে ডিএ ১১ শতাংশ বাড়িয়েছে, কিন্তু ১৮ মাসের ডিএ বকেয়া সম্পর্কে কিছুই বলেনি। সরকারি কর্মচারীরা এই বাজেটে আশা করছেন যে তাঁরা ১৮ মাসের বকেয়া ডিএ সম্ভবত পেতে পারেন।
advertisement
আরও পড়ুন, প্রথমে টোটোয় ধাক্কা, রাস্তায় ছিটকে পড়তেই হাওড়ায় মহিলাকে পিষে দিল গাড়ি!
আরও পড়ুন, মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক! ২৪০ জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে অবতরণ
কেন্দ্রীয় সরকার প্রতি বছর ১লা জানুয়ারি ও ১লা জুলাই ডিএ বৃদ্ধি করে। কেন্দ্রীয় কর্মীরা দাবি করছেন যে ১লা ফেব্রুয়ারি পেশ করা বাজেটের সঙ্গেই বছরের প্রথম ডিএ বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করা উচিত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার ৩ থেকে ৫ শতাংশের মধ্যে ডিএ বাড়াতে পারে।