এয়ারলাইন্স সেক্টর আশাবাদী যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে বড়সড় কিছু ঘোষণা করবেন। আগামী ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বলা হচ্ছে, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এটিই হবে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় দফার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
একটি এয়ারলাইন কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ জানিয়েছেন, "এই বাজেটে সরকারের নজর থাকবে গ্রামীণ এলাকায় খরচ বাড়ানোর দিকে। এতে পরোক্ষভাবে বিমান চলাচল সেক্টর লাভবান হবে। সরকার বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করেছে। তবে, এয়ারলাইন্সগুলি সংস্থাগুলির উদ্বেগের সমাধান করার চেষ্টা করেনি। আগের বাজেটে বরাদ্দ বাড়েনি।"
advertisement
অন্য একজন সিনিয়র আধিকারিক বলেছেন, "গত কয়েক বছরে বিমান চালনা ক্ষেত্রের জন্য সরকার যে বড় ঘোষণা করেছে তার বেশিরভাগই ঋণমুক্তি এবং এয়ার ইন্ডিয়ার পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত।" এয়ারলাইন্স খাতে বরাদ্দ কয়েক বছর ধরে হয় কমেছে বা স্থির রয়েছে। যদিও করোনা মহামারিতে এই শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বাজেটে খুব একটা মুখে হাসি ফোটেনি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি তে।
গত বছর বাজেট পেশ করার পরে ইন্ডিগোর সিইও রনজয় দত্ত বলেছিলেন যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) এর উপর আবগারি শুল্ক কমানোর আশা করেছিল। এটাও আশা ছিল সরকার বিমান সংস্থাগুলিকে সস্তা ঋণ দেওয়ার জন্য একটি প্যাকেজ নিয়ে আসবে। করোনা মহামারির পর এর প্রয়োজন ছিল।
আরও পড়ুন, বড় খবর! মাধ্যমিকের সময়সূচি বদল! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! জানুন
আরও পড়ুন, লং উইকএন্ডে বেড়াতে যাচ্ছেন আগামিকাল? জানুন কতটা ঠান্ডা থাকবে কলকাতা ও শহরতলিতে
কিন্তু, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২ সালের বাজেটে এমন কোনও ঘোষণা করেননি।এবার অর্থমন্ত্রী আর্থিক সুবিধাসহ বেশ কিছু ছাড় ঘোষণা করবেন বলে আশা করছে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি।