TRENDING:

Union Budget 2023: নতুন শ্রম নীতি বাস্তবায়ন হবে? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে HRদের

Last Updated:

Union Budget 2023: সরকার বাজেটে নতুন চাকরির সুযোগ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে পারে বলে জানিয়েছে HR সেক্টর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: বাজেট ঘিরে থেকে অনেক প্রত্যাশা রয়েছে এইচ আর শিল্পে। সরকার বাজেটে নতুন চাকরির সুযোগ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে পারে বলে জানিয়েছে এই সেক্টর।
নির্মলা সীতারামন। ফাইল ছবি
নির্মলা সীতারামন। ফাইল ছবি
advertisement

করোনার জেরে দেশে এইচআর সেক্টর বড় ধাক্কা খেয়েছে। অর্থনৈতিক বৃদ্ধির হার দ্রুত গতিতে অব্যাহত রাখতে এইচআর সেক্টরের জন্য বড় ঘোষণা করতে হবে বলে আশা করা হচ্ছে।

দেশে বৃহত্তম এইচআর পরিষেবা প্রদানকারী সংস্থা Randstad India সরকারের কাছে শ্রম কোড বাস্তবায়ন এবং চাকরির সুযোগ বৃদ্ধির বিষয়ে নজর দিতে জানিয়েছে। সংস্থার দাবি, তরুণদের দক্ষতা বাড়াতে সরকারেরও পদক্ষেপ নেওয়া উচিত। ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

advertisement

এইচ আর সংস্থাগুলি জানাচ্ছে সরকার যদি শ্রম কোড বাস্তবায়নের পাশাপাশি হেল্প ডেস্ক চালু করে, তাহলে এতে বিপুল উপকার হবে।

এইচ আর সংস্থাগুলির দাবি, বাজেটে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করা উচিত। Randstad India-র সিইও এবং এমডি বিশ্বনাথ পিএস জানিয়েছেন, "সরকার পিএলআই স্কিম, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত-এর মতো স্কিমগুলির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে। এই দিকে ফোকাস বজায় রাখতে হবে।"

advertisement

তিনি আরও বলেন, "আমরা যদি দেশের যুবকদের কর্মসংস্থান দিতে চাই, তাহলে আমাদের শীঘ্রই দক্ষতার ব্যবধান দূর করার চেষ্টা করতে হবে। সরকার এই দিকে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আমাদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়াতে হবে।"

ইন্ডিয়া স্কিল রিপোর্ট ২০২২ অনুসারে, ভারতে মাত্র ৪৮.৭ শতাংশ যুবক কর্মসংস্থানযোগ্য। এর মানে প্রতি ২ জন যুবকের মধ্যে একজন চাকরির জন্য যোগ্য নয়। স্টাফিং ইন্ডাস্ট্রিকে শিল্পের মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছে র‍্যানস্ট্যান্ড ইন্ডিয়া।

advertisement

আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বিশ্বনাথ জানান, "চাকরির সুযোগ বাড়ানোর ক্ষেত্রে দক্ষতা একটি বড় অবদান। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতেও সাহায্য করে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মী শিল্প গুরুত্বপূর্ণ। এতে চাকরি খোঁজার সময় কমিয়ে দেয়।" এইচআর শিল্পও আশাবাদী যে সরকার আয়কর রিফান্ডের জন্য সময় কমানোর চেষ্টা করবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: নতুন শ্রম নীতি বাস্তবায়ন হবে? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে HRদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল