TRENDING:

Budget 2022 Live Updates: বদলালো না ইনকাম ট্যাক্স স্ল্যাব, দেশে আসছে ডিজিটাল মুদ্রা

Last Updated:

Union Budget 2022-23, ইউনিয়ন বাজেট Live Updates: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের মধ্যেই পেশ করা হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। এর জেরে বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশাও রয়েছে অনেক বেশি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ১ ফেব্রুয়ারি ঘোষণা করতে চলেছে ইউনিয়ন বাজেট ২০২২-২৩ (Union Budget 2022)। আর্থিক বর্ষ ২০২২-২৩-এর জন্য পেশ করা ইউনিয়ন বাজেট এবার হতে চলেছে পেপারলেস। আসন্ন ইউনিয়ন বাজেটের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রিন্টিং কমিয়ে দিয়ে তা করে তোলা হয়েছে ডিজিটাল।
advertisement

ইউনিয়ন বাজেট ২০২২-২৩ হতে চলেছে ডিজিটাল। এর জেরে আসন্ন ইউনিয়ন বাজেটে বেশিরভাগ কাগজপত্র থাকবে ডিজিটাল রূপে। ফিজিক্যাল রূপেও কিছু পরিমাণ কাগজপত্র থাকবে, কিন্তু তা সামান্য। আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ ডিজিটাল কপি মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এর জন্য তৈরি করা হয়েছে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ (Union Budget Mobile App)। হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই উপলব্ধ এই মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে ইউনিয়ন বাজেটের ওয়েবসাইট (Union Budget Website) থেকে। এছাড়াও অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) এর অ্যাপ স্টোর থেকেও ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে।

advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার চতুর্থ বার পেশ করতে চলেছেন ইউনিয়ন বাজেট। এক বারের থেকে বেশি বার ইউনিয়ন বাজেট পেশ করা ভারতের প্রথম মহিলা হলেন নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) একবার ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন, যখন অর্থমন্ত্রকের দায়িত্ব তাঁর ওপরে ছিল। মোদি সরকার প্রথম ইউনিয়ন বাজেটকে ডিজিটাল রূপ দিয়েছে।

advertisement

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে সকাল ১১টায় পেশ করতে চলেছেন বাজেট ২০২২-২৩। সাধারণত বাজেট পেশের সময় হয় ৯০ মিনিট থেকে ১২০ মিনিট। আগের বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতায় সময় নিয়েছিলেন প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট। যা ভারতের স্বাধীনতার ইতিহাসে সবথেকে বেশি সময়ের বাজেট বক্তৃতা।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের মধ্যেই পেশ করা হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। এর ফলে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এর উপরে অনেক চাহিদা রয়েছে। অনেকেই মনে করছেন আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকারের উচিত বিভিন্ন ধরনের ট্যাক্সের ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এর ফলে ভারতের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হেলথ কেয়ার সেক্টরের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।    বেতনভুক কর্মীদের জন্য ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া খুব প্রয়োজন। সেকশন ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়িয়ে দিলে উপকৃত হবে ভারতের বহু মানুষ। বর্তমানে এর পরিমাণ হল ১.৫ লাখ টাকা, এটিকে আরও বাড়ানো দরকার বলে মত বিশেষজ্ঞদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022 Live Updates: বদলালো না ইনকাম ট্যাক্স স্ল্যাব, দেশে আসছে ডিজিটাল মুদ্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল