২৯ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। ওই দিনই ইকোনমিক সার্ভে পেশ হয় সংসদে। তার পর শনিবার-রবিবার শেষে আজ বাজেট পেশ। সকাল থেকেই টেলিভিশনের দিকে তাকিয়ে ব্যবসায়ী থেকে চাকরিজীবী, পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলে। এবার বাজেটে লাল বই-খাতা নয়, ট্যাব হাতে দেখা যায় অর্থমন্ত্রীকে। তাঁর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। আজ সকালে প্রথমে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। তার পর সেখান থেকে সংসদে পৌঁছান। বাজেটের আগে সংসদে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক শুরু হয়। তার পরই বাজেট পেশ করতে শুরু করেন অর্থমন্ত্রী।
advertisement
করোনা পরবর্তী এবছরের বাজেট নিয়ে একাধিক মানুষের একাধিক চাওয়া-পাওয়া রয়েছে। কেউ ট্যাক্সে ছাড় চাইছেন, তো কেউ কোভিড পরবর্তী পর্যায়ে ট্যাক্স থেকে অব্যাহতি চাইছেন। বিশেষজ্ঞদের একাংশ আবার প্যানডেমিকের কথা মাথায় রেখে, শ্রমিকদের কাজ হারানোর কথা মাথায় রেখে শ্রমিকদের জন্য ন্যূনতম একটি পারিশ্রমিক নির্দিষ্ট করার কথা বলেন।
আরও পড়ুন Budget 2021: বাড়ি কেনার স্বপ্নপূরণ মধ্যবিত্তের, দেড় লক্ষ পর্যন্ত কর ছাড়
কিছু দিন আগে এই বিষয়ে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া-র একটি ভার্চুয়াল অধিবেশনে DBS Bank-এর ইকোনমিস্ট রাধিকা রাও জানিয়েছিলেন, সরকারের কোষে রাজস্বের পরিমাণ বৃদ্ধির বিষয়টি সব সময়েই প্রফিট এবং মার্জিনের সাপেক্ষে বিচার করা হয়, এক্ষেত্রে ওয়েজেস আর লেবার নিয়ে কোনও আলোচনাই হয় না। কিন্তু বাজেট এমনই হওয়া উচিৎ যা ইনকাম আর ওয়েজেসকে সমর্থন জোগাবে।
আরও পড়ুন Budget 2021: দাম বাড়ছে মোবাইল ফোনের, যন্ত্রাংশের উপর বসছে শুল্ক
এবার এই বিষয়টি বাজেটে অগ্রাধিকার পেল। অর্থমন্ত্রী জানিয়েছেন, নির্মাণ কাজ ও পরিকাঠামোগত কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের ন্যূনতম পারিশ্রমিক সুনিশ্চিত করা হবে।
এর পাশাপাশি কর্মক্ষেত্রে মহিলাদের সুযোগ আরও বাড়াতে, সমস্ত ক্ষেত্রে মহিলা কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন তিনি। জানান, সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষাবিধি নির্দিষ্ট করে মহিলাদের নিয়োগ করা হবে।
অতিমারীর পরবর্তী পর্যায়ে এই দুই ঘোষণাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ এছাড়াও টেক্সটাইল, জল, করোনা মোকাবিলায় বরাদ্দ, লৌহ ইস্পাতের উপর আমদানি শুল্ক, কাঁচা মালের উপর কাস্টমস ডিউটি-সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।