বৈঠকের পর এআইবিইএ-এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচলম সংবাদসংস্থা আইএএনএস-কে বলেন, 'ইন্ডিয়ান ব্য়াঙ্ক অ্য়াসোসিয়েশনকে আমাদের দাবিগুলির কথা জানিয়ে একাধিক চিঠি দেওয়ার পরেও আমরা কোনও সাড়া পাইনি। তাই আজ মুম্বাইয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন বৈঠকে বসে। সেখানেই ফের আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্দ অনুযায়ী ৩০ এবং ৩১ জানুয়ারি ব্য়াঙ্ক ধর্মঘট পালন করা হবে।'
advertisement
আরও পড়ুন: ট্রেনের টিকিট ভাড়ায় মিলবে ছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে
২৮ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় সব ব্য়াঙ্ক বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি রবিবারও ছুটির দিন। ফলে ৩০ এবং ৩১ জানুয়ারি ধর্মঘট হলে পর পর টানা চারদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক। যার জেরে গ্রাহকদের চরম হয়রানির আশঙ্কা করা হচ্ছে।
কর্মী সংগঠনের ওই নেতার কথা অনুযায়ী, মূলত পাঁচটি দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেগুলি হল, সপ্তাহে পাঁচ দিন ব্য়াঙ্কে লেনদেনের পরিষেবা চালু করতে হবে। পেনশনের হার উন্নত করতে হবে। বকেয়া বিষয়গুলির সমাধান করতে হবে। ন্য়াশনাল পেনশন সিস্টেম অবলুপ্ত করতে হবে। বেতন কাঠামোর সংস্কার, সব পদে কর্মী নিয়োগ নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে।