TRENDING:

Twitter Layoffs: অফিস যাওয়ার পথেই আসতে পারে ইমেল ! আজ থেকে কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে

Last Updated:

সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আজ, শুক্রবার থেকেই সংস্থার কর্মীদের কাছে আসতে পারে ইমেল ৷  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ট্যুইটার হাতে নেওয়ার পরেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন এলন মাস্ক। সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল-সহ বেশ কয়েকজন আধিকারিককে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন। সংস্থার সব বোর্ড ডিরেক্টররাও আর নেই। এবার কর্মী ছাঁটাইয়ের পথে মাস্ক। ৬০ দিন অর্থাৎ ২ মাসের বেতন দিয়ে ওই কর্মীদের ছাঁটাই করা হবে বলে আগেই শোনা গিয়েছিল। এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আজ, শুক্রবার থেকেই সংস্থার কর্মীদের কাছে আসতে পারে ইমেল ৷
Twitter Says Layoffs Begin Today
Twitter Says Layoffs Begin Today
advertisement

জানা গিয়েছে, আজ শুক্রবারই সংস্থার কর্মীদের ট্যুইটার জানিয়ে দেবে কাদের রাখা হবে এবং কাদের নয় ৷ অফিসও আপাতত বন্ধ করা হচ্ছে ৷ গত এক সপ্তাহ ধরেই চাকরি নিয়ে অনিশ্চয়তা চলছে কর্মীদের মধ্যে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ৯টা থেকেই ইমেল পেতে শুরু করবেন কর্মীরা ৷ (9 a.m. Pacific time on Friday (12 p.m. EDT/1600 GMT)

advertisement

আরও পড়ুন- নাগরিকত্বকে সামনে রেখে কি ভোটের গুজরাতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি? বিরোধীদের প্রশ্নের জবাব গেরুয়া শিবিরের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ট্যুইটার অধিগ্রহণ করার পর কর্মী ছাঁটাই নিয়ে কথা হলে এর আগে তা অস্বীকার করেছিলেন মাস্ক।  ট্যুইটারের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নিয়ম বদল করছেন এলন মাস্ক। ভেরিফায়েড অ্যাকাউন্টের- ব্লু টিকের জন্য মাসে প্রায় ৮ ডলারের  নিদান দেওয়ার পর এবার কর্মী ছাঁটায়েই পথে হাঁটতে চলেছে ট্যুইটারের নতুন মালিক। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করে ছাঁটাইয়ের পথে হাঁটছেন মাস্ক।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Twitter Layoffs: অফিস যাওয়ার পথেই আসতে পারে ইমেল ! আজ থেকে কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল