TRENDING:

মাস্কের ‘তাণ্ডব’ চলছে, এবার ৪,৪০০ চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করল ট্যুইটার!

Last Updated:

প্ল্যাটফর্মার এবং অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম এবার চুক্তিতে থাকা কর্মচারীদের ছাঁটাই করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ট্যুইটার অধিগ্রহণের পরই প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন এলন মাস্ক। কাজ হারিয়েছেন প্রায় ৩,৮০০ কর্মচারী। এবার কোপ পড়তে চলেছে চুক্তিভিত্তিক কর্মীদের উপরেও। জানা গিয়েছে, ট্যুইটারের প্রায় ৪,৪০০ অস্থায়ী কর্মীকে ছাঁটাই করতে চলেছেন মাস্ক।
advertisement

প্ল্যাটফর্মার এবং অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম এবার চুক্তিতে থাকা কর্মচারীদের ছাঁটাই করছে। এই প্রসঙ্গে ট্যুইট করেছেন প্ল্যাটফর্মারের কেসি নিউটন।

আরও পড়ুন: লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ জারি, ছাড় পাবেন কারা? বিস্তারিত দেখে নিন!

তিনি লিখেছেন, ‘ঠিকে কর্মীদের নোটিসও দেওয়া হয়নি। স্রেফ ই-মেল পাঠিয়ে চাকরি থেকে ছেঁটে ফেলা হয়েছে। ম্যানেজাররাও বিষয়টা জানতেন না। সিস্টেমে কর্মীদের না পেয়ে তাঁরা ছাঁটাইয়ের ব্যাপারটা বুঝতে পারেন’।

advertisement

এই ছাঁটাই নিয়ে কোনও মন্তব্য করেননি মাস্ক। প্রতিক্রিয়া জানায়নি ট্যুইটারও। চুক্তিভিত্তিক কর্মীরা হঠাৎ আবিষ্কার করেন, ট্যুইটারের অভ্যন্তরীণ সিস্টেমে অ্যাক্সেস নেই তাঁদের। এরপর জানতে পারেন, তাঁরা আর কোম্পানির হয়ে কাজ করবেন না।

কোম্পানির এক ম্যানেজার অভ্যন্তরীন স্ল্যাক ম্যাসেজিং প্ল্যাটফর্মে লিখেছেন, ‘চাইল্ড সেফটি ওয়ার্কফ্লো নিয়ে কাজের মাঝখানে আমার এক ঠিকে কর্মীকে নোটিস ছাড়াই ছাঁটাই করে দেওয়া হয়েছে’।

advertisement

আরও পড়ুন: পিএম কিষাণ যোজনার নিয়মে বদল, পরের কিস্তির টাকা পেতে এই কাজগুলো করতেই হবে

৪ নভেম্বর প্রথমবার ট্যুইটারে ছাঁটাই শুরু হয়। প্রায় ৫০ শতাংশ পূর্ণ সময়ের কর্মীকে বরখাস্ত করেন মাস্ক। সেই সময় থেকেই আতঙ্কে ছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা। আশঙ্কা ছিল, তাঁদের উপরেও যে কোনও সময় খাঁড়া নেমে আসতে পারে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।

advertisement

ট্যুইটারে এক বছরেরও বেশি সময় ধরে চুক্তিতে কাজ করছেন মেলিসা ইঙ্গল। তাঁর আশঙ্কা, ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে অপব্যবহার বৃদ্ধি পাবে। তিনি বলেছেন, ‘আমি এই প্ল্যাটফর্মকে ভালোবাসি। এই কোম্পানিকে ভালোবাসি। এখানে কাজ উপভোগ করেছি। কিন্তু যা চলছে তাতে আমি ভীত’।

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

ইঙ্গল ছিলেন ডেটা সায়েন্টিস্ট। সিভিক ইন্টিগ্রেটি টিমে কাজ করতেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান, আর্জেন্টিনা এবং অন্য কোথাও প্ল্যাটফর্মে রাজনৈতিক ভুল তথ্য খুঁজে বের করার জন্য অ্যালগরিদম লেখাই ছিল তাঁর কাজ। ইঙ্গল জানিয়েছেন, শনিবার সিস্টেম অ্যাক্সেস করতে না পেরেই তিনি বুঝে যান ছাঁটাই করা হয়েছে। যে ঠিকাদার সংস্থা নিয়োগ করেছিল, তারা এর ২ ঘণ্টা পর বিজ্ঞপ্তি দিয়ে জানায়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাস্কের ‘তাণ্ডব’ চলছে, এবার ৪,৪০০ চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করল ট্যুইটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল